- দে । শ
- নভেম্বর ১৮, ২০২৩
ফাইনালে রোহিতদের আলাদা কিছু না করার পরামর্শ প্রাক্তন হেডস্যারের
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ফেবারিট হিসেবেই মাঠে নামছে ভারত। টানা ১০ ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় দলের। অনেকেই মনে করছেন ভারতের বিশ্বকাপ জয় শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় দলের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রীও ভারতকে ফেবারিট হিসেবেই ধরছেন। তাঁর মতে ভারতের চ্যাম্পিয়ন হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। তবে ফাইনালের জন্য ভারতীয় দলকে আলাদা কোনও পরিকল্পনা না করার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।
শুক্রবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতীয় দলের দলের প্রাক্তন হেডস্যার। সেই অনুষ্ঠানে ভারতের বিশ্বকাপ জেতার ব্যাপারে পরিকল্পনা প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘আমি মনে করি রোহিত শর্মারা রিল্যাক্স থেকেই মাঠে নামবে। ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত। দারুণ অভিজ্ঞ দল। যেভাবে খেলছে, আমার মনে হয় না ফাইনালে রোহিতদের আলাদা করে কিছু করার দরকার আছে। শেষ ম্যাচে যেভাবে খেলেছিল, সেভাবেই খেলুক। ভারতের চ্যাম্পিয়ন হওয়া উচিত। ফেবারিট হিসেবেই মাঠে নামবে রোহিতরা।’
বিশ্বকাপের প্রথম থেকে দুর্দান্ত ছন্দে থাকলেও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে চাপ নিয়েই মাঠে নামতে হবে। রবি শাস্ত্রীর মুখে চাপ সামলানোর কথাও শোনা গেছে। তিনি বলেন, ‘রোহিতদের উত্তেজিত হলে চলবে না। এটা ফাইনাল ম্যাচ। ঠান্ডা মাথায় খেলতে হবে। সংযত থাকতে হবে। চাপ সামলাতে হবে। চাপ সামলাতে পারলে অবশ্যই চ্যাম্পিয়ন হবে ভারত। ফাইনাল বলে অতিরিক্ত উত্তেজিত হওয়া চলবে না।’ প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে আবার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হচ্ছে রোহিত শর্মাদের।
ভারতের দলগত খেলার প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। এই কারণেই ভারতকে তিনি অস্ট্রেলিয়ার তুলনায় এগিয়ে রেখেছেন। শাস্ত্রী বলেন, ‘দলের সব ক্রিকেটার জানে তাদের ভূমিকা কী। আর এই ভারতীয় দলের সবথেকে বড় বৈশিষ্ট্য হল একজন কিংবা দু’জন ক্রিকেটারের ওপর নির্ভর করে না। ৮–৯ জন ক্রিকেটার রয়েছে, যারা দলকে জেতাতে পারে। ভারতের মতো ব্যাটিং কিংবা বোলিং শক্তি অস্ট্রেলিয়ার নেই।’
❤ Support Us