Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

মার্কিন মুলুকে ২০২৪ টি২০ বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করল আইসিসি

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন মুলুকে ২০২৪ টি২০ বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করল আইসিসি

দু–‌সপ্তাহ পরই শুরু হবে একদিনের বিশ্বকাপ। একদিনের বিশ্বকাপের আবহের মধ্যেই ২০২৪ টি২০ বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুর নাম ঘোষণা করেছে আইসিসি। মার্কিন মুলুকে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে হবে বিশ্বকাপের ম্যাচ। আজ আইসিসি–র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রথমবারের মতো যৌথভাবে টি ২০ টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি ২০টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আগে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হলেও আগামী বছর প্রথম বড় মাপের আসর বসতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দীর্ঘদিন পর আইসিসি–র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়েছে। ফ্লোরিডায় সদ্য ভারত–ওয়েস্ট ইন্ডিজ দুটি টি ২০ ম্যাচ হয়েছে। সেই মাঠেও স্থান পেয়েছে বিশ্বকাপের ভেন্যু হিসাবে। এ ছাড়া বিশ্বকাপের ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে। নাসাউ কাউন্টিতে অবস্থিত আইজেনহাওয়ার পার্কে ৩৪ হাজার আসনের একটি মডিউলার স্টেডিয়াম নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছে। প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের জন্য আরও কয়েকটি ভেন্যু চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়, যা মেজর লিগ ক্রিকেটের দল ওয়াশিংটন ফ্রিডমের হোম গ্রাউন্ড।
বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করতে গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল আইসিসি–র প্রতিনিধিদল। বেশ কয়েকটি ভেন্যু পরিদর্শন করে তিনটিকে চূড়ান্ত করা হয়েছে। আইসিসি–র প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘২০২৪ সালে আইসিসি সবচেয়ে বড় টি ২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। অংশ নেবে ২০টি দল। যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার এবং এই ভেন্যুগুলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া বাজারে আমাদের ছাপ রাখার সুযোগ করে দিয়েছে। এই ভেন্যুগুলিতে বিশ্বকাপ আয়োজন করে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে বার্তা দেওয়া যাবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!