Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২১, ২০২৩

শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি। আমেদাবাদে আইসিসি–র বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। শ্রীলঙ্কার পরিবর্তে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ সরিয়ে নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখনই শ্রীলঙ্কার ওপর থেকে নির্বাসন তুলে নেওয়া হবে না। তবে দেশের আভ্যন্তরিন ক্রিকেটে কোনও বাধা নেই। আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। কিন্তু ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করেছে আইসিসি। ক্রিকেট বোর্ডে এখন চূড়ান্ত ডামাডোল চলছে। দারুণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কবে পরিস্থিতি ঠিক হবে, তার কোনও নিশ্চয়তা নেই। তাই নির্বাসিত থাকার কারণে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রীলঙ্কার বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানের কথা ভেবেছিল আইসিসি। কিন্তু ওমানে মাত্র একটা ভেন্যু রয়েছে। একটা ভেন্যুতে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করে সম্ভব নয়। আবার সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে একসঙ্গে প্রতিযোগিতা করতে গেলে খরচ অনেক বেড়ে যাবে। সেকথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকাকে বেছে নেওয়া হয়েছে। ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। জানুয়ারিতেই শুরু হবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২০ লিগ। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও ঘরোয়া টি২০ লিগ একসঙ্গে আয়োজন করতে সমস্যা হবে না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা। কারণ, দুটি আলাদা আলাদা সংস্থা দুটি প্রতিযোগিতা আয়োজন করবে। এদিকে, আইসিসি–র বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখনই শ্রীলঙ্কার ওপর থেকে নির্বাসন তুলে নেওয়া হবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!