- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৫, ২০২৪
আইসিসি–র বর্ষসেরা প্যাট কামিন্স, একদিনের ক্রিকেটে কোহলি

লড়াইয়ে ছিলেন বিরাট কোহলি, প্যাট কামিন্স, রবীন্দ্র জাদেজা ও ট্রাভিস হেড। সবাইকে টপকে ২০২৩ সালের আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তবে হতাশ হতে হয়নি বিরাট কোহলিকে। একদিনের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন কোহলি। আর টেস্টে এই স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। মহিলাদের ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন ন্যাট স্কিভার–ব্রান্ট। এই নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।
বৃহস্পতিবার আইসিসি–র পক্ষ থেকে বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা ক্রিকেটারের গ্যারি সোবার্স ট্রফি পুরস্কারের তালিকায় কামিন্সের সঙ্গে ছিলেন কোহলি, জাদেজা ও ট্রাভিস হেড। ক্রিকেটের তিন ফরম্যাটেই দারুণ ছন্দে ছিলেন কামিন্স। সব ধরণের ক্রিকেট মিলিয়ে মোট ২৪টি ম্যাচে ৫৯ উইকেট নেন কামিন্স।ব্যাট হাতে করেন ৪২২। অধিনায়ক হিসেবেও দলকে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন। তাঁর নেতৃত্বেই গত বছর আইসিসি–র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতে অস্ট্রেলিয়া। একদিনের বিশ্বকাপেরও দেশকে চ্যাম্পিয়ন করেন।
শুভমান গিল, মহম্মদ সামি ও ড্যারিল মিচেলকে টপকে একদিনের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন কোহলি। ২০২৩ সালে ২৭ টি একদিনের ম্যাচে তিনি ১৩৭৭ রান করেন। এর মধ্যে বিশ্বকাপেই করেছিলেন ৭৬৫। অন্যদিকে, ট্রাভিস হেড, রবিচন্দ্রন অশ্বিন ও জো রুটকে পেছনে ফেলে টেস্টে বর্ষসেরা হয়েছেন উসমান খোয়াজা। ২০২৩ সালে ১৩ টেস্টে তিনি করেন ১২১০ রান।
মহিলাদের ক্রিকেটে ন্যাট স্কিভার–ব্রান্ট অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, বেথ মুনি এবং শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে পেছনে ফেলে বর্ষসেরা। ২০২৩ সালে ১৮টি ম্যাচ খেলে ৮৯৪ রান করেন ন্যাট স্কিভার। এছাড়া ৯টি উইকেটও নেন।
❤ Support Us