- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২, ২০২৩
চোটের কবলে ৫ ক্রিকেটার, পাকিস্তানের বিরুদ্ধে ১১ জন নামাতে পারবে তো নিউজিল্যান্ড?
বিশ্বকাপের শুরু থেকেই দুর্বার গতিতে এগোচ্ছিল নিউজিল্যান্ড। টানা ৪ ম্যাচ জিতে একসময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। অনেকেই মনে করছিলেন, নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠা শুধু সময়ের অপেক্ষা। ভারতের কাছে হারের পরি বদলে গেছে ছবিটা। পরপর ৩ ম্যাচে হার আশঙ্কার মুখে ঠেলে দিয়েছে নিউজিল্যান্ডকে। আদৌও সেমিফাইনালে যেতে পারবে তো? আর সমস্যা আরও বাড়িয়েছে ক্রিকেটারদের চোট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১১ জন ক্রিকেটার নামানো কঠিন হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের কাছে। নিউজিল্যান্ড শিবির এখন মিনি হাসপাতাল।
অধিনায়ক কেন উইলিয়ামসন আগের থেকেই চোটের কবলে। সুস্থ হয়ে মাঠে ফিরলেও আবার চোট পেয়ে মাঠের বাইরে। বিশ্বকাপের শুরুর দিকে চোট পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন জোরে বোলার লকি ফার্গুসন। এবার নতুন করে চোটের কবলে জিমি নিশাম ও ম্যাট হেনরি। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন দলের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৭ তম ওভারে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ম্যাট হেনরি। ৫.৩ ওভার বল করার পর মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর অসমাপ্ত ওভার শেষ করেন জিমি নিশাম। পরে তিনিও ফিল্ডিং করার সময় ডানহাতের কব্জিতে চোট পান। চোটের জন্য তিনি নিজের জায়গায় ব্যাট করতে নামতে পারেননি। ৯ নম্বরে ব্যাট করতে নামেন। ম্যাচের পর নিশামের চোটের জায়গা স্ক্যান করা হয়েছে। কোনও চিড় ধরা পরেনি। টিম ম্যানেজমেন্টের আশা, পাকিস্তান ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন।
তবে ম্যাট হেনরিকে নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। তাঁর ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে এমআরআই স্ক্যান করা হবে। তারপরই বোঝা যাবে বিশ্বকাপের বাকি ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা। আপাতত হেনরিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর বিকল্প হিসেবে কাইল জেমিসনকে ডেকে পাঠিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার তিনি দলের সঙ্গে বেঙ্গালুরুতে যোগ দেবেন। নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছে স্বস্তির খবর, নেটে অনুশীলনে নেমেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। লকি ফার্গুসনের স্ক্যানের রিপোর্টও ভাল। টিম ম্যানেজমেন্টের আশা পাকিস্তানের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন।
দলের নির্ভরযোগ্য জোরে বোলার টিম সাউদি চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে ফিরেছেন। আর সেদিনও চোট পেয়ে ছিটকে গেছেন ম্যাট হেনরি। অর্থাৎ দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে এই মুহূর্তে ১০ জন পুরো ফিট। পাকিস্তান ম্যাচের আগে ফার্গুসন, নিশামরা ফিট না হয়ে উঠলে সমস্যায় পড়তে হবে নিউজিল্যান্ডকে। কারণ সেমিফাইনালে যেতে গেলে বাকি দুটি ম্যাচে জিততেই হবে কিউয়িদের।
❤ Support Us