Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৮, ২০২৩

রূপকথার গল্প, বিশেষজ্ঞদের মতে ম্যাক্সের ইনিংস একদিনের ক্রিকেট ইতিহাসের সেরা

আরম্ভ ওয়েব ডেস্ক
রূপকথার গল্প, বিশেষজ্ঞদের মতে ম্যাক্সের ইনিংস একদিনের ক্রিকেট ইতিহাসের সেরা

ইতিহাসের পাতায় বীর যোদ্ধা হিসেবে অনেকের নাম উঠে এসেছে। ক্রিকেট ইতিহাসে এবার থেকে হয়তো বীর যোদ্ধা হিসেবে দেখা হবে গ্লেন ম্যাক্সওয়েলকে। এক পায়ে দাঁড়িয়ে আফগানিস্তানের বিরুদ্ধে মঙ্গলবার যে ইনিংস গ্লেন ম্যাক্সওয়েল উপহার দিয়েছেন, ক্রিকেট ইতিহাসের পাতায় নিশ্চিতভাবেই অমর হয়ে থাকবে।
অবিশ্বাস্য বললেও গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংসটাকে খুবই কম বলা হবে। কোনও বিশেষণই ম্যাক্সওয়েলের এই ইনিংসের সঙ্গে মানানসই নয় ক্রিকেট ইতিহাসে রূপকথা হয়ে থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের এই অতিমানবীয় অপরাজিত ২০১ রানের ইনিংস। পায়ের পেশিতে যন্ত্রণা নিয়েও এক পায়ে দুর্ধর্ষ ইনিংস খেলে গেছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। আর তাঁর সেই ইনিংসের মাহাত্ম্যকে একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংস দেখার পর পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার একদিনের ক্রিকেট ইতিহাসে সেরা ইনিংস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘‌ম্যাক্সওয়েলের এইরকম মানসিক ও শারীরিক প্রতিভার সাক্ষী থাকতে পারাটা আমার কাছে গর্বের। একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’‌
ভারতের প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণের কাছেও ম্যাক্সওয়েলের ইনিংস ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বলে মনে হয়েছে। টুইটারে তিনি ম্যাক্সওয়েলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‌ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। সর্বকালের সেরা ইনিংসগুলোর মধ্যে অনায়াসে জায়গা করে নিতে পারে। এই ইনিংসে হার না মানার মানসিকতা ফুটে উঠেছে। ম্যাক্সওয়েলকে সেলাম।’‌
ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ টুইটারে লিখেছেন, ‘‌রান তাড়া করতে নেমে নিঃসন্দেহে এটা সর্বকালের সেরা একদিনের ক্রিকেটের ইনিংস। পেশিতে যন্ত্রণা উপেক্ষা করেও ম্যাক্সওয়েল লক্ষ্যে অটল ছিল। ওর এই ইনিংসটা সারা জীবন মনে রাখার মতো।;‌ ভারতের প্রাক্তন জোরে বোলার ইরফান পাঠান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‌ম্যাচ জেতানো কয়েকটা ইনিংস এমনই, যা দেখার পর হাততালি দিতে বাধ্য হবেন। ম্যাক্সওয়েলের এই ইনিংস সারা জীবন মনে রাখার মতো। একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে অনায়াসে স্থান পাবে।’‌
সত্যিই মঙ্গলবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রূপকথার গল্প লিখেছেন ম্যাক্সওয়েল। ৯১ রানে ৭ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে যেভাবে তিনি টেনে নিয়ে গেছেন, এক কথায় অবিশ্বাস্য। পায়ের পেশিতে টান ধরেছে। তবুও লড়াই করে গেছেন। অ্যাডাম জাম্পা ব্যাট করার জন্য বারবার বাউন্ডারি লাইনের কাছে হাজির হয়েছেন, অধিনায়ক প্যাট কামিন্স, দলের ফিজিও বারবার অনুরোধ করেছিলেন মাঠ থেকে উঠে যাওয়ার জন্য। কারও কথা শোনেননি। টর্নেডোর মতো তছনছ করে দিয়েছেন মুজিবুর রহমানদের।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!