Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩০, ২০২৩

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীলঙ্কাকে ৭ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান

দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে জেতা ছাড়া রাস্তা নেই। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে সম্ভাবনা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। একইসঙ্গে প্রমাণ করে দিল পাকিস্তানের বিরুদ্ধে তাদের জয় একেবারেই ফ্লুক ছিল না।

টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার। ওপেনিং জুটিতে ওঠে ২২। দিমুথ করুণারত্নেকে (‌১৫)‌ তুলে নিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন ফজলেহক ফারুকি। এরপর দলকে টানছিলেন পাথুম নিসঙ্কা ও কুশল মেন্ডিস। নিসঙ্কাকে (‌৪৬)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন আজমাতুল্লাহ। কুশল মেন্ডিসকে (‌৩৯)‌ ফেরান মুজিব উর রহমান। সমরাবিক্রমাকেও (‌৩৬)‌ তুলে নেন তিনি। ১৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

ধনঞ্জয় ডি’‌সিলভা (‌১৪)‌, অ্যাঞ্জেলো ম্যাথুজ (‌২৩)‌ ও চামিরা সিলভা (‌১)‌ পরপর ফিরে যাওয়ায় চাপ আরও বাড়ে। বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। মহেশ থিকসানার ২৯ রান শ্রীলঙ্কাকে ৪৯.‌৩ ওভারে ২৪১ রানে পৌঁছে দেয়। দুরন্ত বোলিং করে ৩৪ রানে ৪ উইকেট নেন ফজলেহক ফারুকি। ৩৮ রানে ২ উইকেট নেন মুজিব উর রহমান।

জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভাল হয়নি আফগানিস্তানেরও। প্রথম ওভারেই রহমানুল্লাহ গুরবাজকে (‌০)‌ তুলে নেন দিলশান মদুসঙ্কা। এরপর আফগানিস্তানকে টেনে নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। জাদরানকে (‌৩৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন মদুসঙ্কা। শ্রীলঙ্কার বোলারদের কাছে কাঁটা হয়ে দাঁড়ান রহমত শাহ ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদী। রহমত শাহ কাসুন রাজিথার বলে আউট হন। ৭৪ বলে তিনি করেন ৬২ রান। রহমত শাহ আউট হওয়ার পর শ্রীলঙ্কাকে আর ম্যাচে ফেরার সুযোগ দেননি শাহিদী ও আজমতুল্লাহ। এই জুটি আফগানিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত ২৮ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান তুলে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। ৭৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন শাহিদী। ৬৩ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন আজমাতুল্লাহ। দুজনের জুটিতে ওঠে ১১১ রান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!