Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৩, ২০২৩

এশিয় প্রান্তিকের বজ্রাঘাত। ডাচদের ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলে ৫ এ আফগানরা

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয় প্রান্তিকের বজ্রাঘাত। ডাচদের ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলে ৫ এ আফগানরা

বিশ্ব ক্রিকেটে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ যেখানে ক্রমশ পিছিয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের ক্রমশ অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে এশিয়ার অন্য দেশ আফগানিস্তান। চলতি বিশ্বকাপে আগেরবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল আফগানরা। পাকিস্তানকেও হারিয়ে নিজেদের দক্ষতা জাহির করেছিল। আগের ম্যাচে উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। এবার নেদারল্যান্ডের বিরুদ্ধেও দারুন জয় তুলে নিল আফগানিস্তান। ডাচদের ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলে পাকিস্তানকে টপকে ৫ নম্বরে উঠে এল আফগানরা।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড। প্রথম ওভারেই ধাক্কা খায়। ইনিংসের পঞ্চম বলে বারেসিকে তুলে নেন মুজিব-উর-রহমান। শুরুর ধাক্কা সামলে দলকে দারুনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ম্যাক্স ওডোড ও আকেরম্যান। দুজনের জুটিতে ওঠে ৭০ রান। ম্যাক্স ওডোডের (৪২) রান আউটই বিপাকে ফেলে দেয় হল্যান্ডকে। এরপর আকেরম্যানও (২৯) রান আউট হন।

এই দুই ব্যাটারের রান আউটের ধাক্কা সামলাতে পারেনি ডাচরা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায়। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেতের লড়াকু ৫৮ রানের ইনিংস শেষ পর্যন্ত ১৮৯ রানে পৌঁছতে সাহায্য করে নেদারল্যান্ডকে। আফগানিস্তানের হয়ে মহম্মদ নবি ২৮ রানে ৩ উইকেট নেন। ৩১ রানে ২ উইকেট নেন নুর মহম্মদ। নেদারল্যান্ডের চারজন ব্যাটার রান আউট হন।

জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে উইকেট হারায় আফগানিস্তান। ১০ রান করে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। একাদশ ওভারের মাথায় ফিরে যান অন্য ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি করেন ২০ রান। এরপর দলকে টেনে নিয়ে যান রহমত শাহ ও হাসমাতুল্লাহ শাহিদী। জুটিতে ওঠে ৭৪ রান। ৫৪ বলে ৫২ রান করে আউট হন রহমত শাহ। রহমত আউট হওয়ার পর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী (৬৪ বলে অপরাজিত ৫৬ রান) ও আজমাতুল্লাহ (২৮ বলে অপরাজিত ৩১ রান)। ৩১.৩ ওভারে তিন উইকেটে ১৮১ রান তুলে ম্যাচ জিতে দেয় আফগানিস্তান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!