Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৬, ২০২৩

‌সৌজন্যতা দেখালেন না সাকিব, প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হয়ে ইতিহাসে ম্যাথুজ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সৌজন্যতা দেখালেন না সাকিব, প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হয়ে ইতিহাসে ম্যাথুজ

শ্রীলঙ্কার ইনিংসে তখন ২৫ ওভারের খেলা চলছে। সাকিব আল হাসানের দ্বিতীয় বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে আউট সাদিরা সমরাবিক্রমা। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ব্যাট করতে গিয়ে দেখেন, হেলমেটে স্ট্র‌্যাপে সমস্যা। তিনি ড্রেসিংরুমে নতুন হেলমেটের জন্য ইশারা করেন। দ্বাদশ ব্যক্তি নতুন হেলমেট আনতে সামান্য দেরি করে ফেলেন। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে বল মোকাবেলা করতে পারেননি। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজের বিরুদ্ধে ‘‌টাইমড আউট’‌–এর আবেদন করেন সাকিব। আম্পায়ার আবেদনের সাড়া দেন। আর এতেই ইতিহাসে ঢুকে যান অ্যাঞ্জেলো ম্যাথুজ। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ‘‌টাইমড আউট’‌ হলেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার।
এমসিসি প্রণীত ক্রিকেটের আইনের ৪০.১.১ ধারায় বলা হয়েছে, উইকেট পতনের পর কিংবা ব্যাটার রিটায়ার্ড হার্ট হওয়ার পর নতুন ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মোকাবিলা করতে হবে। এই সময়ের মধ্যে নতুন ব্যাটার বল মোকাবেলা না করতে পারলে টাইমড আউট হবেন। বিশ্বকাপের জন্য আইসিসি–র প্লেয়িং কন্ডিশনে অবশ্য ৩ মিনিট নয়, ২ মিনিটের মধ্যে ব্যাটারকে পরবর্তী বলের বেলা করতে হবে। হেলমেট বদল করতে গিয়ে অ্যাঞ্জেলা ম্যাথুজ এই সময়ের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে পারেননি। ফলে আম্পায়ার বাংলাদেশের ক্রিকেটারদের আবেদনের ভিত্তিতে ক্রিকেটের আইন মেনে ম্যাথুজকে টাইমড আউট দেন।
আউটের সিদ্ধান্তে অবাক হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথুজ। এরপরই তিনি কথা বলেন দুই আম্পায়ার মারাইস ইরাসমাস এবং রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে। দুজনকেই তিনি বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি। এরপর সাকিবের কাছে যান ম্যাথুজ। সাকিব তাঁকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন। আম্পায়ারা সিদ্ধান্ত বদল করেননি। এরপর রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন ম্যাথুজ। তিনি হেড কোচ সিলভারউডকে হেলমেট দেখিয়ে হতাশা প্রকাশ করেন এবং রাগে হেলমেট ছুঁড়ে ফেলে ড্রেসিংরুমের দিকে ঢুকে যান।
পুরুষদের ক্রিকেটে এই নিয়ে মোট সাত বার টাইমড আউটের ঘটনা ঘটল। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। বাকি ছটি ঘটনায ঘটেছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে। এর আগে ২০০৬–০৭ মরশুমে শচীন তেন্ডুলকারকে টাইমড আউট করার সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। নিউল্যান্ডস টেস্টে তিনি দেরি করে ক্রিজে ঢুকেছিলেন। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গেম স্মিথ টাইমড আউটের আবেদন করেননি। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সেই সৌজন্য দেখাতে পারলেন না। এই নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়া তোলপাড়। সাকিবের বিরুদ্ধে অনেকেই নানা রকম মন্তব্য করতে শুরু করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!