Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১১, ২০২৩

অস্ট্রেলিয়ার কাছে হেরেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার কাছে হেরেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের

সেমিফাইনালের ছাড়পত্র আগেই এসে গিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ছিল সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়ানোর লড়াই। আর সেই ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল অস্ট্রেলিয়ার টপ অর্ডার। বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অস্ট্রেলিয়া। দুরন্ত ব্যাটিং করে দলকে জয় এনে দিলেন মিচেল মার্শ। হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ বেঁচে রইল বাংলাদেশের।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ওপেনিং জুটিতে ওঠে ৭৬। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন শন অ্যাবট। দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে তুলে নেন তানজিদকে (‌৩৪ বলে ৩৬)‌। এরপর লিটন দাসকে (‌৪৫ বলে ৩৬)‌ ফেরান অ্যাডাম জাম্পা। ১০৬ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনে নিয়ে যান নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।
দলীয় ১৭০ রানের মাথায় রান আউট হন শান্ত (‌৫৭ বলে ৪৫)‌। মাহমুদুল্লাহও (‌২৮ বলে ৩২)‌ রান আউট হন। ভাল শুরু করেও বড় রান পাননি মুশফিকুর রহিম (‌২১)‌। বাংলাদেশকে বড় রানের দিকে এগিয়ে দেন তৌহিদ হৃদয়। ৭৯ বলে ৭৪ রান করে তিনি আউট হন। ২০ বলে ২৯ রান করেন মেহেদি হাসান মিরাজ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এই প্রথম ৩০০ রানের গন্ডি পার করল বাংলাদেশ। ৩২ রানে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৬১ রানে ২ উইকেট শন অ্যাবটের।
বাংলাদেশের বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। তৃতীয় ওভারেই তাসকিন আমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ট্রাভিস হেড (‌১০)‌। এরপর ১২০ রানের জুটি গড়ে তোলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ওয়ার্নারকে (‌৬১ বলে ৫৩)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। মার্শ ও স্টিভ স্মিথের জুটিই অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে দেয়। ৪৪.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১৩২ বলে ১৭৭ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন মিচেল মার্শ। রান পেলেন স্টিভ স্মিথও। ৬৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
অস্ট্রেলিয়ার কাছে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের। রবিবার যদি ভারতকে হারিয়ে অঘটন ঘটায় হল্যান্ড তাহলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। এই মুহূর্তে ৯ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে বাংলাদেশ। পয়েন্ট সমান হলেও নেট রান রেটের বিচারে নবম স্থানে শ্রীলঙ্কা। আর ৮ ম্যাচে ৪ পয়েন্ট হল্যান্ডের। নেট রান রেটে তারা রয়েছে দশম স্থানে। ভারতকে হারালে তবেই তারা শ্রীলঙ্কা ও বাংলাদেশকে টপকাতে পারবে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!