- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১১, ২০২৩
ফিরছেন স্টয়নিস, শক্তি বাড়িয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া

এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে এসে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অথচ প্রথম ম্যাচেই ভারতের কাছে হারতে হয়েছে অসিদের। কম রানের পুঁজি নিয়েও এক সময় ভারতকে চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত জয় আসেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া প্যাট কামিন্সরা।
অস্ট্রেলিয়ার কাছে অবশ্য কাজটা সহজ হবে না। কারণ দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে খেলতে আসার আগে পাঁচ ম্যাচের সিরিজে ৩–২ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। ২–০ ব্যবধানে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবার্তন ঘটিয়ে শেষ ৩ ম্যাচে জয় তুলে নিয়েছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেও উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। ফলে প্যাট কামিন্সদের জয় যে সহজ হবে না, সেকথা বলা যেতেই পারে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রোটিয়া ব্যাটারদের কাছ থেকে এসেছিল তিন–তিনটি সেঞ্চুরি। কুইন্টন ডিককের পাশাপাশি সেঞ্চুরি করেছিলেন রাসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করাম। মার্করাম তো আবার বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। এই তিন ব্যাটারের পাশাপাশি ত্রাস হয়ে উঠতে পারেন ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেন।
অন্যদিকে, ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি প্যাট কামিন্সরা। এটাই চিন্তায় রাখছে অসি শিবিরকে। জয়ে ফিরতে গেলে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের বড় রান তুলতেই হবে। তবে অস্ট্রেলিয়ার কাছে স্বস্তির খবর চোট সারিয়ে পুরো ফিট হয়ে প্রথম একাদশে ফিরছেন মার্কাস স্টয়নিস। সম্ভবত ক্যামেরন গ্রিনের জায়গায় তাঁকে খেলানো হবে।
দুই দলের বোলিং শক্তিতেও যথেষ্ট মিল রয়েছে। অস্ট্রেলিয়ার জোরে বোলিং বিভাগে যেমন রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডের মতো বোলাররা। তেমনই দক্ষিণ আফ্রিকার রয়েছেন মার্কো জানসেন, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডিরা। আগের ম্যাচে ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে সামলাতে হিমসিম খেতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেকথা মাথায় রেখে বাঁহাতি স্পিনার কেশব মহারাজের ওপর বাড়তি ভরসা করছে প্রোটিয়া শিবির।
❤ Support Us