Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৭, ২০২৩

‌শান্ত–সাকিব জুটির হাত ধরে জয়ের সরণিতে ফিরল বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শান্ত–সাকিব জুটির হাত ধরে জয়ের সরণিতে ফিরল বাংলাদেশ

সেমিফাইনালের লড়াই থেকে দুই দল আগেই ছিটকে গেছে। দুই দলের সামনে মোটিভেশন একটাই, চ্যাম্পিয়ন ট্রফি খেলার সুযোগ। লিগ টেবিলের প্রথম আটটি দল চ্যাম্পিয়ন্স খেলার সুযোগ পাবে। যে দল জিতবে, লিগ টেবিলে এগিয়ে যাবে। নিয়মরক্ষার ম্যাচ হলেও উত্তেজনা ছিল পরতে পরতে। টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে লিগ টেবিলে এগিয়ে গেল বাংলাদেশ।
দিল্লির দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছ, সোমবার বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ম্যাচ অনুষ্ঠিত হলেও চরম উত্তেজনা। প্রথমে অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইমড আউট, পরে বল বদল। বাংলাদেশ ইনিংসের সময় বল বদল নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটাররা যেভাবে আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি করছিলেন, যথেষ্ট দৃষ্টিকটূ। চাপ সৃষ্টি করেও অবশ্য কোনও লাভ হয়নি শ্রীলঙ্কার।
শিশিরের কথা মাথায় রেখে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সাকিব। প্রথম ওভারেই কুশল পেরেরাকে (‌৪)‌ তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ধাক্কা দিয়েছিলেন শরিফুল ইসলাম। পাথুম নিসঙ্কা (‌৪১)‌, কুশল মেন্ডিস (‌১৯)‌, সাদিরা সমরাবিক্রমাদের (‌৪১)‌ সৌজন্যে  ‌‌চাপ কাটিয়ে ওঠে শ্রীলঙ্কা। এরপর শ্রীলঙ্কাকে বড় রানে পৌঁছে দেন চরিথ আসালঙ্কা। ৪৯.‌৩ ওভারে ২৭৯ রান তোলে শ্রীলঙ্কা। দুরন্ত ব্যাটিং করে ১০৫ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৬ বলে ৩৪ রান করেন ধনঞ্জয় ডি’‌সিলভা। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান।
জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই তানজিদ হাসানকে (‌৯)‌ তুলে নেন দিলশান মাদুশঙ্কা। ভাল শুরু করেও বড় রান পাননি লিটন দাস (‌২২ বলে ২৩)‌।  ৪১ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনে নিয়ে যান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক সাকিব আল হাসান। দুজনের জুটিতে ওঠে ১৬৯ রান। এই জুটিই বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়।
যেভাবে খেলছিলেন, সেঞ্চুরি প্রাপ্য ছিল সাকিব ও শান্তর। দুরন্ত ব্যাট করছিলেন সাকিব। অদৃষ্টের কী পরিহাস, যে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করেছিলেন সাকিব, সেই ম্যাথুজের বলেই তিনি আউট হন। ৬৫ বলে ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এক ওভার পর শান্তকেও তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন ম্যাথুজ। ১০১ বলে ৯০ রান করে আউট হন  শান্ত। এরপর বাংলাদেশকে টানছিলেন মাহমুদুল্লাহ (‌২২)‌ ও মুশফিকুর রহিম (‌১০)‌। মাহমুদুল্লাহ, মুশফিকুর ও মেহেদি হাসানকে (‌৩)‌ পরপর তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন মাদুশঙ্কা ও থিকসানা। শেষ পর্যন্ত বাংলাদেশকে জয় এনে দেন তৌহিদ হৃদয় (‌অপরাজিত ১৫)‌ ও তানজিম হাসান (‌অপরাজিত ৯)‌। ৪১.‌১ ওভারে ২৮২ তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৬৯ রানে ৩ উইকেট নেন মাদুশঙ্কা। ২টি করে উইকেট নেন মহেশ থিকসানা ও অ্যাঞ্জেলো ম্যাথুজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!