- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৮, ২০২৩
দেশ থেকে কোচের পরামর্শ নিয়ে এসেও হাল ফিরল না সাকিবের, আবার হার বাংলাদেশের
ক্রিকেটের নন্দনকাননে হল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেই স্বপ্ন অবশ্য পূরণ হল না। ডাচদের কাছে ৮৭ রানে হেরে সেমফাইনালের অলীক স্বপ্ন শেষ হয়ে গেল বেঙ্গল টাইগারদের। আবার সেই ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাদেশকে। দেশে ফিরে ছোটবেলার কোচের কাছ থেকে পরামর্শ নিয়ে এসেও হাল ফিরল না সাকিবের ব্যাটিংয়ের।
ইডেনের বাইশ গজ বরাবরই গতিময় ও বাউন্সে ভরা। কিন্তু এদিন কিছুটা ব্যতিক্রম। তেমন গতি নেই, বাউন্সও কম। সেই উইকেটে শুরুতেই হল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই হল্যান্ডকে ধাক্কা দিয়েছিলেন তাসকিন আমেদ। তুলে নেন বিক্রমজিৎ সিংকে (৩)। পরের ওভারে ম্যাক্স ওডোডকে (০) তুলে নেন শরিফুল ইসলাম। ৪ রানে ২ উইকেট হারানোর পর দলকে টেনে নিয়ে যান বারেসি ও আকেরম্যান। বারেসিকে (৪১ বলে ৪১) তুলে নিয়ে জুটি ভাঙেন মুস্তাফিজুর। আকেরম্যানকে (১৫) ফেরান সাকিব।
সাকিব–মুস্তাফিজুরের জোড়া আঘাতের পর হল্যান্ডকে এগিয়ে নিয়ে যান স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিড। জুটিতে ওঠে ৪৪। ১৭ রান করে আউট হন ডি লিড। দুবার জীবন পেয়ে ৮৯ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন এডওয়ার্ডস। তিনি যখন আউট হন, হল্যান্ডের রান তখন ৬ উইকেটে ১৮৫। সেখান থেকে লোগান ভ্যান বিকের ২৩ রান হল্যান্ডকে ২২৯ রানে পৌঁছে দেয়। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তাসকিন আমেদ, মুস্তাফিজুর রহমান ও মাহেদি হাসান ২টি করে উইকেট পান।
বিশ্বকাপের মাঝপথে এসেও বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ফেরেনি। হল্যান্ডের মতো দলের বিরুদ্ধেও সেই ব্যাটিং ব্যর্থতা। পঞ্চম ওভারে ফিরে যান লিটন দাস (৩)। তাঁকে তুলে নেন আরিয়ান দত্ত। পরের ওভারে তানজিদ হাসানকে (১৫) ফেরান ভ্যান বিক। নাজমুল হোসেন শান্ত (৯), সাকিব আল হাসান (৫), মুসফিকুর রহিমরাও (১) রান পাননি। কিছুটা লড়াই করেন মেহেদি হাসান মিরাজ। ৪০ বল তিনি করেন ৩৫।
১৮ ওভারের মধ্যে ৭০ রানে ৬ উইকেট হারিয়ে জয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মাহেদি হাসান ও মাহমুদুল্লাহ। ৩৮ বলে ১৭ রান করে রান আউট হন মাহেদি। ৪১ বলে ২০ রান করেন মাহমুদুল্লাহ। ৩৫ বলে ২০ রান মুস্তাফিজুরের। শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হল্যান্ডের হয়ে দুরন্ত বোলিং করে ২৩ রানে ৪ উইকেট নেন পল ভ্যান মেকেরেন। ২৫ রানে ২ উইকেট বাস ডি লিডের।
❤ Support Us