Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৪, ২০২৩

ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে আসতে পারেন ডেভিড বেকহ্যাম

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে আসতে পারেন ডেভিড বেকহ্যাম

আগামীকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। বেশ কিছু সেলিব্রিটির মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ দেখতে হাজির থাকার কথা। অমিতাভ বচ্চনসহ বেশ কয়েকজন বলিউডি তারকা ভারতের সেমিফাইনাল ম্যাচ দেখতে হাজির থাকবেন। থাকবেন শচীন তেন্ডুলকারের মতো ক্রিকেটের কিংবদন্তী। তবে সবথেকে বড় চমক ডেভিড বেকহ্যআম। ভারত–নিউজিল্যান্ড ম্যাচ দেখতে বুধবার মুম্বই আসতে পারেন বিশ্ব ফুটবলের এই নক্ষত্র।
ডেভিড বেকহ্যাম ইউনিসেফের রাষ্ট্রদূত। তিনি ইউনিসেফের বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজির থাকেন। তবে মুম্বইয়ের ওয়ানংখেড়ে স্টেডিয়ামে ইউনিসেফের রাষ্ট্রদূত হয়ে আসছেন কিনা, সে ব্যাপারটা নিশ্চিত নয়। বেকহ্যামের অবশ্য ক্রিকেটের প্রতি আলাদা টান আছে। তার প্রমাণ আগেই পাওয়া গেছে। অ্যাশেজ সিরিজ চলাকালীন তাঁকে মাঠে দেখা গেছে। এছাড়া ২০১৯ বিশ্বকাপেও স্টেডিয়ামে হাজির ছিলেন। তবে ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখতে বেকহ্যাম যদি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হন, তাহলে বিশ্বজুড়ে একটা অন্যরকম আলোড়ন তৈরি হবে।
কিছুদিন আগেই ইতালির মিলানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে গিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। সেখানে আর্সেনালের প্রাক্তন তারকা থিয়রি অঁরির সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে। দুজনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। একটা ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের পক্ষ থেকে বেকহ্যামের ভারতে আসার কথা জানানো হয়েছে।
ওই ওয়েবসাইটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌ওয়াংখেড়ের ভিআইপি বক্সে শচীন তেন্ডুলকার এবং ডেভিড বেকহ্যাম একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এমনকি ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানেও দেখা যেতে পারে।’‌ বেকহ্যামের অবশ্য ভারতে আসাটা নতুন নয়। এর আগেও তিনি এক সংস্থার প্রমোশনের কাজে ভারতে এসেছিলেন। এছাড়া ইউনিসেফের দূত হয়েও তিনি ভারতে এসেছিলেন। তবে এবার অন্য ভূমিকা নিয়ে আসতে চলেছেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!