Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩১, ২০২৩

‌জোরে বোলারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শাহিন আফ্রিদির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জোরে বোলারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শাহিন আফ্রিদির

বিশ্বকাপের শুরু থেকেই চলছে রেকর্ড ভাঙা–গড়ার খেলা। কেউ ভাঙছেন ব্যক্তিগত রেকর্ড, কোনও দেশ আবার পৌঁছে যাচ্ছে দলগত মাইলস্টোনে। বাংলাদেশের বিরুদ্ধে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই তানজিদ হাসানকে শূন্য রানে আউট করে একদিনের ক্রিকেটে শততম উইকেটের মাইলস্টোনে স্পর্শ করলেন শাহিন আফ্রিদি। জোরে বোলারদের মধ্যে তিনিই দ্রুততম।
৫১ ম্যাচে ১০০ উইকেট শাহিন আফ্রিদির।
একদিনের ক্রিকেটে এতদিন দ্রুততম ১০০ উইকেটের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৫২ ম্যাচে তিনি ১০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন। স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি। ৫১ ম্যাচে তিনি এই মাইলফলকে পৌঁছলেন। যদিও সামগ্রিকভাবে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড সন্দীপ লামিছানের দখলে। নেপালের এই লেগ স্পিনার মাত্র ৪২ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৪৪ ম্যাচে তাঁর সংগ্রহ ১০০ উইকেট।
স্পিনার ও জোরে বোলার মিলিয়ে দ্রুততম ১০০ উইকেটের সামগ্রিক তালিকায় তৃতীয় স্থানে শাহিন আফ্রিদি। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলাইন মুস্তাক। বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন শাহিন আফ্রিদি। ২৩ রানে তুলে নেন ৩ উইকেট। প্রথম ওভারেই ফেরান তানজিদ হাসানকে। এক ওভার পরেই ফেরান নাজমুল হোসেন শান্তকে। ৩১ তম ওভারে তুলে নেন মাহমুদুল্লাহকে। তাঁকে তুলে নিয়ে চলতি বিশ্বকাপে অ্যাডাম জাম্পার সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পৌঁছে গেলেন। দুজনেই ১৬টি করে উইকেট পেয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!