- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৫, ২০২৩
মার্করামের কাছ থেকে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিনিয়ে নিলেন ম্যাক্সওয়েল
বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তাঁর সেই রেকর্ড ২০ দিনও স্থায়ী দল না। ম্যাক্সওয়েলের হাতে ভেঙে চুরমার মার্করামের রেকর্ড। একইসঙ্গে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে নিজের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন ম্যাক্সওয়েল।
চলতি বিশ্বকাপের আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও’ব্রায়েন। চলতি বিশ্বকাপে ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লিতে তাঁর রেকর্ড ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বেশিদিন উপভোগ করতে পারলেন না মার্করাম। দখল করে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
হল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। ৪৮ ওভারের শেষে ৩৫ বলে ৭৫ রানে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। ৪৯ তম ওভারে বাস ডে লিডের প্রথম দুটি বলে বাউন্ডারি হাঁকান। পরের তিনটি বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছে যান ম্যাক্সওয়েল। ভেঙে দেন মার্করামের রেকর্ড। সবমিলিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির দিক দিয়ে চতুর্থ স্থানে ম্যাক্সওয়েল। বিশ্বরেকর্ড রয়েছে এবি ডিভিলিয়ার্সের। ৩১ বলে তিনি সেঞ্চুরি করেন। দ্বিতীয় স্থানে কোরি অ্যান্ডারসন (৩৬ বলে), তৃতীয় স্থানে শাহিদ আফ্রিদি (৩৭ বলে)।
শুধু বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডই নয়, অস্ট্রেলিয়ার দ্রুততম একদিনের সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিয়েছেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল সেটাই। নিজের রেকর্ডও এদিন ভেঙে দিয়েছেন ম্যাক্সওয়েল। ৪৪ বলে ১০৬ রানের ইনিংসে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ২৪০.৯০। বিশ্বকাপে সেঞ্চুরি ইনিংসে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে এবি ডিভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬২ রানের অপরাজিত ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪৫.৪৫।
❤ Support Us