Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৯, ২০২৩

‌গোড়ালিতে চোট পেয়ে বিশ্বকাপই কি শেষ হয়ে গেল হার্দিকের?‌ ভারতীয় শিবিরে অশনি সংকেত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌গোড়ালিতে চোট পেয়ে বিশ্বকাপই কি শেষ হয়ে গেল হার্দিকের?‌ ভারতীয় শিবিরে অশনি সংকেত

বাংলাদেশ ম্যাচেই কি বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল হার্দিক পান্ডিয়ার?‌ আশঙ্কাটা প্রবলভাবেই দেখা দিয়েছে। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ভারতের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার। সঙ্গে সঙ্গেই তাঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। রিপোর্টের অপেক্ষায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ম্যাচের নবম ওভারের হার্দিক পান্ডিয়ার তৃতীয় বল স্টেট ড্রাইভ করেছিলেন লিটন দাস। ফলো থ্রুতে পা দিয়ে আটকাতে গিয়েছিলেন পান্ডিয়া। বল আটকাতে গিয়ে গোড়ালিতে চোট পান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। মাঠের মধ্যে ছুটে আসে ফিজিও। প্রাথমিক শুশ্রুষার পর পায়ে ব্যান্ডেজ বেঁধে বোলিংয়ের জন্য আবার উঠে দাঁড়ান। দু’‌বার রান আপ করার সময় ব্যথা অনুভব করেন পান্ডিয়া। এরপরই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য।
হার্দিক পান্ডিয়ার অসমাপ্ত ওভার শেষ করেন বিরাট কোহলি। প্রায় ছয় বছর পর একদিনের ক্রিকেটে আবার বল হাতে দেখা গেল কোহলিকে। আর বিশ্বকাপে বল করলেন আট বছর পর। হার্দিক পান্ডিয়া যদি খেলতে না পারেন সেটাই হবে ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। তার কারণ দলের জোরে বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন শার্দুল ঠাকুর। চলতি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ নিয়ে তিনটি ম্যাচে মাঠে নামলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। কিন্তু নিজেকে সেভাবে এখনও মেলে ধরতে পারেননি। ফলে পান্ডিয়া যদি একান্তই খেলতে না পারেন তাঁর অভাব কীভাবে মেটাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটা এখন দেখার।
হার্দিক পান্ডিয়ার চোট ভারতীয় শিবিরে অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে। বিশ্বকাপ থেকে হার্দিক যদি ছিটকে যান সে ক্ষেত্রে তার জায়গা নেওয়ার জন্য লড়াইয়ে রয়েছেন শিবম দুবে, দীপক চাহার, অক্ষর প্যাটেলরা। তবে সবকিছুই নির্ভর করছে হার্দিকের স্ক্যান রিপোর্টের ওপর। যদি গোড়ালিতে চিড় ধরে, তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে ভারতীয় দলের এই অলরাউন্ডারকে। আর চোট গুরুতর না হলে টিম ম্যানেজমেন্ট তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করবে।

  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!