Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২, ২০২৩

ভয়ঙ্কর সামির ৫ উইকেট, শ্রীলঙ্কাকে ৩০২ রানে উড়িয়ে আবার শীর্ষে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়ঙ্কর সামির ৫ উইকেট, শ্রীলঙ্কাকে ৩০২ রানে উড়িয়ে আবার শীর্ষে ভারত

বিশ্বকাপের লিগ টেবিলে চলছে সাপ–লুডোর খেলা। বুধবার ভারতকে টপকে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমার দলকে ২৪ ছন্টাও শীর্ষে থাকতে দিল না ভারত। শ্রীলঙ্কাকে ৩০২ রানে উড়িয়ে প্রোটিয়াদের কাছ থেকে একনম্বর জায়গা ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। ৫ উইকেট দখল করে বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন মহম্মদ সামি।
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট রানে ভরা। দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচে প্রথমে ব্যাট করে একটা ম্যাচে ৩৯৯, অন্য ম্যাচে ৩৮২ রান তুলেছিল। সেই উইকেটে কোন যুক্তিতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস, বোধগম্য নয়। প্রথমে ব্যাট করার সুযোগ দারুণভাবে কাজে লাগায় ভারত। দ্বিতীয় বলে রোহিত শর্মা ফিরে গেলেও ভারতকে বড় রানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়স আয়ারের।
নিজের আতুঁর ঘরে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন রোহিত, মনে হচ্ছিল বড় রান করবেন। দ্বিতীয় বলেই রোহিতের (‌৪)‌ স্টাম্প ছিটকে দেন মাদুসঙ্কা। এরপর হাল ধরেন শুভমান গিল ও বিরাট কোহলি। পাওয়ার প্লে–র শেষে ১০ ওভারে ভারতের রান ছিল ৬০/‌১। বিরাট ও শুভমান দ্বিতীয় উইকেটের জুটিতে ১৮৯ রান তোলেন। সেঞ্চুরির মুখ থেকে ফেরেন শুভমান। ৯২ বলে ৯২ রান করে মাদুসঙ্কার বলে আউট হন। শুভমান আউট হওয়ার পরপরই ফেরেন কোহলি। তিনিও সেঞ্চুরি হাতছাড়া করেন। ৯৪ বলে ৮৮ রান করে আউট হন কোহলি।
শুভমান ও কোহলি আউট হওয়ার পর ভারতকে বড় রানে পৌঁছে দেওয়ার দায়িত্ব তুলে নেন শ্রেয়স আয়ার। লোকেশ রাহুল (‌১৯ বলে ২১)‌, সূর্যকুমার যাদবরা (‌৯ বলে ১২)‌ বড় রান পাননি। শ্রেয়স ও রবীন্দ্র জাদেজার সৌজন্যে ভারত শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩৫৭/‌৮ রান তোলে। ৫৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। রবীন্দ্র জাদেজা ২৪ বলে ৩৫ রান করেন। মাদুসঙ্কা ৮০ রানে ৫ উইকেট পেয়েছেন।
জয়ের জন্য ৩৫৮ রানের লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল শ্রীলঙ্কার কাছে। প্রথম বলেই উইকেট হারিয়ে চাপ আরও বেড়ে যায়। পাথুম নিসাঙ্কাকে (‌০)‌ তুলে নেন যশপ্রীত বুমরা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। দুই মহম্মদ সিরাজ ও সামির বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। সিরাজ পরপর তুলে নেন করুনারত্নে (‌০)‌, কুশল মেন্ডিস (‌১)‌ ও সাদিরা সমরাবিক্রমাকে (‌০)‌। ৩ রানের মধ্যে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর শ্রীলঙ্কার ইনিংসে ধস নামান মহম্মদ সামি। তিনি পরপর ফেরান চরিথ আসালঙ্কা (‌১)‌, দুশান হেমন্ত (‌০)‌, দুষ্মন্ত চামিরা (‌০), অ্যাঞ্জেলো ম্যাথুজ (‌১২) ও কাসুন রাজিথাকে (‌১৪)‌। মাদুসঙ্কাকে (‌১৪)‌ তুলে নেন রবীন্দ্র জাদেজা।  শেষ পর্যন্ত ১৯.‌৪ ওভারে ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দুরন্ত বোলিং করে ৫ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন সামি। ১৬ রানে ৩ উইকেট সিরাজের। ১টি করে উইকেট নেন বুমরা ও জাদেজা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!