Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২, ২০২৩

নিজের প্রিয় মাঠে আবার জ্বলে ওঠার অপেক্ষায় ‘‌হিটম্যান’‌, শীর্ষে ওঠার লক্ষ্য ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিজের প্রিয় মাঠে আবার জ্বলে ওঠার অপেক্ষায় ‘‌হিটম্যান’‌, শীর্ষে ওঠার লক্ষ্য ভারতের

বিশ্বকাপের গ্রুপ লিগে শীর্ষস্থান দখলের লড়াই তীব্রভাবে জমে উঠেছে। বুধবার নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আজ আবার একনম্বর জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে মাঠে নামছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সামনে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে এগিয়ে থেকেই মাঠে নামছে ভারত। যদিও নিজেদের ফেভারিট হিসেবে মানতে রাজি নন রোহিত শর্মা। কারণ বিশ্বকাপে একের পর এক অঘটন মাথায় রাখছেন ভারত অধিনায়ক।
৭ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতেরও ১২ পয়েন্ট। তবে রোহিত শর্মারা খেলেছেন ৬টি ম্যাচ। নেট রান রেটের বিচারে এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই দুটি দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আজ শ্রীলঙ্কাকে হারালেই ভারত আবার শীর্ষস্থানে উঠে আসবে। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। চলতি বিশ্বকাপেও তেমন ছন্দে নেই শ্রীলঙ্কা। ৬ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে। আগের ম্যাচে হারতে হয়েছে আফগানিস্তানের কাছেও। এরকম দলের বিরুদ্ধে ভারত যে ফেবারিট হিসেবে মাঠে নামছে, সে কথা বলার অপেক্ষা রাখে না।
যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা এসব বিষয় নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘‌সব দলই জেতার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। আমাদের কাছে কোনও ম্যাচ সহজ নয়। বিশ্বকাপে কোনও দলের জয়কে আমি অঘটন হিসেবে চিহ্নিত করতে চাই না। অন্য দলের কথা না ভেবে নিজেদের উন্নতির দিকেই নজর রাখছি।’‌
আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে–র ওভারে ৩ উইকেট হারাতে হয়েছিল ভারতকে। সেখান থেকে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সৌজন্যে রোহিত শর্মা। সে কথা মাথায় রেখেই ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘‌আমাদের প্রতিদিনই শূন্য থেকে শুরু করতে হয়। টপ অর্ডারের ব্যাটার হিসেবে দলকে ভাল শুরু এনে দেওয়াটা আমার দায়িত্ব। ওপেন করার অনেক সুবিধা থাকে। কারণ উইকেট পড়ার চাপ নিয়ে খেলা শুরু করতে হয় না। তবে ম্যাচের সুরটা বেঁধে দিতে হয়। কিন্তু আগের ম্যাচে আমার ওপর চাপ তৈরি হয়েছিল। পাওয়ার প্লে–তে ৩ উইকেট হারিয়েছিলাম।’‌
শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। ফলে একই কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবকে রেখেই প্রথম একাদশ বেছে নেওয়া হচ্ছে। আর মহম্মদ সামিকে তো বসানোর প্রশ্নই নেই। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলতে পারবেন না হার্দিক। ফলে আরও একটা ম্যাচে সুযোগ পাচ্ছেন সূর্যকুমার যাদব ও  সিরাজ। হার্দিক ফিরলে সম্ভবত সূর্যকুমার যাদবকেই মাঠের বাইরে যেতে হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আবার রানের বন্যা দেখা যেতে পারে। এর আগে দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে একটা ম্যাচে ৩৯৯ ও অন্য ম্যাচে ৩৮২ রান তুলেছিল। ফলে টস জিতে দুই দলই চাইবে প্রথমে ব্যাটিং নিতে।  আর আজ নিজের প্রিয় মাঠে আবার জ্বলে ওঠার অপেক্ষায় ছন্দে থাকা ‘‌হিটম্যান’‌।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!