- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৪, ২০২৩
ইতিহাস বদলাল না, ভারতের কাছে আবার উড়ে গেল পাকিস্তান

সেই ১৯৯২ সাল থেকে শুরু। একদিনের বিশ্বকাপে ভারত বরাবরই পাকিস্তানের কাছে শক্ত গাঁট। শনিবার আমেদাবাদে মাঠে নামার আগে ৭ বারের সাক্ষাৎকারে সব কটাতেই হারতে হয়েছিল পাকিস্তানকে। এবারও পরিসংখ্যান বদলাতে পারল না পাকিস্তান। বাবার আজমের দলকে ৭ উইকেটে উড়িয়ে চলতি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিল রোহিত ব্রিগেড। আর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ৮ বার। এদিন ভারতীয় বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং। ভারতের বিরুদ্ধে খেলার চাপ নিতে পারলেন না বাবর আজমরা।
টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। মনে হচ্ছিল আগের দুটি ম্যাচের ওপেনিং ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াবে পাকিস্তান। ৪১ রান তোলার পরই ধাক্কা। সিরাজের বলে এলবিডব্লু শফিক (২০)। ইমাম–বাবর জুটি দলকে টানছিলেন। ইমামকে (৩৮ বলে ৩৬) হার্দিক। ৭৩ রানে ২ উইকেট।
এরপর লড়াই শুরু করেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ৮২ রানের জুটি। ২৯ ওভারে পাকিস্তানের রান ১৫৫/২। মনে হচ্ছিল ৩০০ রান পার করে দেবে পাকিস্তান। বাবরকে (৫৮ বলে ৫০) তুলে নিয়ে জুটি ভাঙেন সিরাজ। এরপর কুলদীপ যাদবের জোড়া ধাক্কাতেই শেষ পাকিস্তান। পরপর তুলে নেন সৌদ শাকিল (৬) ও ইফতিখার আমেদকে (৪)। দ্বিতীয় স্পেলে এসে রিজওয়ানকে (৬৯ বলে ৪৯) তুলে নেন বুমরা। এই সময় বুমরাকে আক্রমণে নিয়ে আসাটা রোহিতের মাস্টারস্ট্রোক। শাদাব খান (২), মহম্মদ নওয়াজরা (৪) চাপের মুখে দাঁড়াতেই পারলেন না। ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। শেষ ৮ উইকেট পড়ে ৩৬ রানে। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বুমরা, সিরাজ, হার্দিক, কুলদীপ ও জাদেজা। শার্দুল উইকেটহীন।
আমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না ভারতের কাছে। ডেঙ্গি থেকে সুস্থ হয়ে ওঠা শুভমান গিল (১১ বলে ১৬) পরীক্ষায় ব্যর্থ। যদিও রোহিতের সঙ্গে আক্রমণাত্মক শুরু করেছিলেন। শুভমান ফিরে যাওয়ার পর যথারীতি মেজাজে ‘হিটম্যান’। কোহলি শুধু সঙ্গ দিচ্ছিলেন। হাসান আলির ব্রেক থ্রু। কোহলিকে (১৬) চাপে ফেলতে পারেননি রোহিতকে। ৩৬ বলে হাফ সেঞ্চুরি। চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন রোহিত। ৬৩ বলে ৮৬ রান করে শাহিন আফ্রিদির বলে যখন ফিরলেন, ভারতের জয় প্রায় নিশ্চিত।
রোহিত ফিরে যাওয়ার পর ভারতে জয়ের দিকে এগিয়ে দেন শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল। ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৬২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স আয়ার। ২৯ বলে অপরাজিত ১৯ রান করেন লোকেশ রাহুল। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৩৬ রানে ২ উইকেট নেন।
❤ Support Us