- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৫, ২০২৩
শচীনের মাইলস্টোন স্পর্শ, সেঞ্চুরিতে জন্মদিন স্মরণীয় করে রাখলেন কিং কোহলি
ঘড়ির কাঁটা তখনও বারোটার ঘরে ঢোকেনি। গোটা ময়দান চত্বর কালো মাথায় ছয়লাপ। গায়ে বিরাট কোহলির জার্সি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভক্তদের হতাশ করেননি “কিং কোহলি”। দুরন্ত সেঞ্চুরিতে জন্মদিন স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। একই সঙ্গে স্পর্শ করলেন ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকারের ৪৯টি শতরানের রেকর্ড।
ষষ্ঠ ওভারের পঞ্চম বলে রোহিত শর্মা আউট হতেই ব্যাট হাতে মাঠে পদার্পণ বিরাট কোহলির। ইডেনের গ্যালারি যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেছিল। রোহিত শর্মার আউটে গ্যালারির কোনও অনুশোচনা। বিরাট কোহলি ২২ গজের দিকে এগিয়ে যেতেই গ্যালারিতে আওয়াজ, “হ্যাপি বার্থডে টু বিরাট কোহলি”। ইনিংস যত এগিয়েছে, অপেক্ষার প্রহর গুনেছে ইডেনের গ্যালারি। অবশেষে ৪৯তম ওভারের তৃতীয় বলে সেই মহেন্দ্রক্ষন হাজির। কাগিসো রাবাদার বল কভারে ঠেলে ১ রান নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান কোহলি। সেঞ্চুরিরতে পৌঁছতে কোহলির এদিন লাগে ১১৯ বল। তাঁর ইনিংসে রয়েছে দশটি বাউন্ডারি। তবে একটাও ছক্কা হাঁকাতে পারেননি।
৩৫ তম জন্মদিনে স্পর্শ করেন শচীন তেন্ডুলকারের ৪৯তম সেঞ্চুরি রেকর্ড। শচীনের অবশ্য এই মাইলস্টোনা পৌঁছতে লেগেছিল ৪৫২ ইনিংস। আর কোহলি পৌঁছে গেলেন ২৭৭ ইনিংসে। জন্মদিনে সেঞ্চুরি করার তালিকায় স্পর্শ করলেন শচীন তেন্ডুলকার, বিনোদ কাম্বলি, সনৎ জয়সূর্য, রস টেলর, টম লাথাম, মিচেল মার্শদের কৃতিত্ব। এদের মধ্যে রস টেলর, মিচেল মার্শ আর বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে জন্মদিনে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন।
শচীনের একদিনের ক্রিকেটের সেঞ্চুরি রেকর্ড স্পর্শ করা ছাড়াও আরও একটা রেকর্ড এদিন করেছেন বিরাট কোহলি। ভেঙে দিলেন কুমার সাঙ্গাকারার বিশ্বকাপে ১৫৩২ রানের রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। তাঁর সামনে এখন রয়েছেন শচীন তেন্ডুলকার এবং রিকি পন্টিং। বিশ্বকাপে মোট ৪৪ ইনিংসে ২২৭৮ রান করেছেন শচীন তেন্ডুলকার। রিকি পন্টিং রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। ৪২ ইনিংসে তাঁর রান ১৭৪৩। এছাড়া বিশ্বকাপে একটা সংস্করণে এই প্রথম ৫০০ রান অতিক্রম করলেন কিং কোহলি।
❤ Support Us