Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৮, ২০২৩

‌ইডেনে ভারত–পাকিস্তান সেমিফাইনাল?‌ সম্ভাবনার জটিল অঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ইডেনে ভারত–পাকিস্তান সেমিফাইনাল?‌ সম্ভাবনার জটিল অঙ্ক

ইডেনে বিশ্বকাপে ভারত–পাকিস্তান সেমিফাইনাল?‌ মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ে তেমন সম্ভাবনা কিন্তু প্রবলভাবে উঁকি দিচ্ছে। ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেছে ভারত। তবে পাকিস্তানকে সেমিফাইনালে যেতে গেলে অনেক জটিল অঙ্ক পার হতে হবে।

আগেই সেমিফাইনালে উঠে গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে হারিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ চারের ছাড়পত্র পেয়ে গেছে অস্ট্রেলিয়াও। ১৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা রোহিত শর্মার দলকে এক নম্বর জায়গা থেকে সরানোর কোনও রাস্তা নেই। ৮ ম্যাচে ১২ পয়এন্ট পেয়ে নেট রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট অস্ট্রেলিয়ারও। তবে নেট রান রেটে তারা রয়েছে তৃতীয় স্থানে। আপাতত এই তিনটি দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া লিগ টেবিলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করবে। আর শেষ চারের জন্য একটা মাত্র জায়গা ফাঁকা।

চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের লড়াই রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। তিন দলেরই পয়েন্ট ৮ করে। এই তিন দলেরই একটা করে ম্যাচ বাকি। তিন দলের সামনেই ১০ পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে। যদি এই তিনটি দল ১০ পয়েন্টে পৌঁছয়, সেক্ষেত্রে নেট রান রেট দেখা হবে। এই মুহূর্তে নেট রান রেটে নিউজিল্যান্ড পাকিস্তান ও আফগানিস্তানের থেকে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে নিউজিল্যান্ড। পরের দিন আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। আর শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। নিউজিল্যান্ড যদি বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানকে জিততেই হবে। এই মুহূর্তে নিউজিল্যান্ডের নেট রান রেট +‌০.৩৯৮, পাকিস্তানের +‌০.০৩৬। আর আফগানিস্তানের –০.৩৩৮।

পাকিস্তান অবশ্য বাড়তি সুবিধা নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবে। নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের নেট রান রেট দেখে অঙ্ক কষে শনিবার শনিবার ইংল্যান্ডের খেলার সুযোগ পাবে পাকিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে নেট রান রেট যদি বাড়াতে পারেন বাবর আজমরা, তাহলে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান। তাহলেই ইডেনে ভারত–পাকিস্তান সেমিফাইনাল। যে ম্যাচের আশায় বসে আছে গোটা ক্রিকেট বিশ্ব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!