Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২, ২০২৩

জাহির, শ্রীনাথকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী মহম্মদ সামি

আরম্ভ ওয়েব ডেস্ক
জাহির, শ্রীনাথকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী মহম্মদ সামি

টিম কম্বিনেশনের জন্য প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার চোটই বদলে দিয়েছে মহম্মদ সামির ভাগ্য। চোট পেয়ে হার্দিক ছিটকে যাওয়ায় কম্বিনেশনে বদল নিয়ে আসতে বাধ্য হয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হার্দিকের বদলে প্রথম একাদশে আসেন সূর্যকুমার যাদব। আর বোলিং শক্তি বাড়াতে শার্দূল ঠাকুরের জায়গায় মহম্মদ সামি। সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন ভারতীয় দলের এই জোরে বোলার। ৩ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়েছেন। আর বিশ্বকাপে সামির মোট উইকেট সংখ্যা হল ৪৫। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। ভেঙে দিলেন জাহির খান ও জাভাগাল শ্রীনাথের রেকর্ড।
বিশ্বকাপে এতদিন ভারতীয়দের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন জাহির খান ও জাভাগাল শ্রীনাথ। দুজনের ঝুলিতে ৪৪টি করে উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে সামির উইকেট সংখ্যা ছিল ৪০। এদিন ৫ উইকেট তুলে নিয়ে ভেঙে দিলেন জাহির ও শ্রীনাথের রেকর্ড। তৃতীয় স্থানে থাকা যশপ্রীত বুমরার ঝুলিতে ৩৩ উইকেট। আর কুম্বলের দখলে রয়েছে ৩১ উইকেট।
চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছিলেন সামি। পরের ম্যাচে ইংল্যান্ডের নেন ৪ উইকেট। আর এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে ৫ ওভারে ১ মেডেনসহ ১৮ রানে তুলে নেন ৫ উইকেট। একদিনের ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে পরপর ৩ ম্যাচে ৪টির বেশি উইকেট তুলে নিলেন সামি। এই কৃতিত্ব তিনি দ্বিতীয় বার অর্জন করলেন। ২০১৯ বিশ্বকাপেও পরপর ৩ ম্যাচে ৪ ও তার বেশি উইকেট নিয়েছিলেন। পরপর ৩ ম্যাচে ৪ ও তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে ওয়াকার ইউনিসের। তিনি ৩ বার এই কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ চতুর্থবার ৫ উইকেট নিলেন সামি।
দলকে দুর্দান্ত জয় এনে দিতে পেরে খুশি মহম্মদ সামি। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে সামির মুখে একতার কথা। তিনি বলেন, ‘‌আমাদের বোলিং দারুণ অবস্থায় আছে এবং জোরে বোলাররা যে রকমের ছন্দে রয়েছে, সবাই উপভোগ করছে। আমরা প্রত্যেকেই একে অপরের সাফল্যে খুশি। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে, আমরা সম্মিলিতভাবে ভাল বোলিং করছি। যার ফলাফল সবাই দেখতে পাচ্ছে।’‌ নিজের সাফল্যের রসায়ন প্রসঙ্গে সামি আরও বলেন, ‌‘‌আমি সবসময় সঠিক নিশানায় বোলিং করার এবম ছন্দে থাকার চেষ্টা করি। বড় টুর্নামেন্টে একবার ছন্দ হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে খুব ভাল লাগছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!