Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৫, ২০২৩

শততম ম্যাচে মাইলস্টোনের সামনে সামি, কপিলের কৃতিত্ব স্পর্শ করার সুযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
শততম ম্যাচে মাইলস্টোনের সামনে সামি, কপিলের কৃতিত্ব স্পর্শ করার সুযোগ

একদিনের ক্রিকেটে জীবনের শততম ম্যাচ। আর সেই মাইলস্টোনের ম্যাচ কিনা বিশ্বকাপের মতো প্রতিযোগিতার সেমিফাইনাল। বিশ্ব ক্রিকেটে এইরকম নজির কোনও ক্রিকেটারের নেই। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শততম ম্যাচেই বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছানোর হাতছানি মহম্মদ সামির। একইসঙ্গে সুযোগ কপিল দেবের কৃতিত্ব স্পর্শ করার।

২০১৩ সালের ৬ জানুয়ারি দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল মহম্মদ সামির। দশ বছরের ক্রিকেট জীবন উত্থানপতনে ভরা। চলতি বিশ্বকাপেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার চোট সামির সামনে প্রথম একাদশে খেলার সুযোগ এনে দেয়। আর সুযোগ পেয়েই জ্বলে ওঠেন সামি। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৫৪ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। পেয়েছিলেন ম্যাচের ফেরার স্বীকৃতিও।

এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সামিকে। পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে তুলে নেন ৪ উইকেট। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর বিধ্বংসী বোলিংয়ে চুরমার হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচের সেরা স্বীকৃতি পান। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ রানে নেন ২ উইকেট। তবে লিগ পর্বের শেষ ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে তিনি কোনও উইকেট পাননি। পাঁচ ম্যাচে সামির সংগ্রহে ১৬ উইকেট। আগের ম্যাচে উইকেট না পেলেও আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে মরিয়া সামি। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট পেলেই বিশ্বকাপে ৫০ উইকেট ঝুলিতে ভরবেন।

এখনও পর্যন্ত ৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সামি। উইকেট নিয়েছেন ১৮৭টি। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৪ বার। ৪ উইকেট নিয়েছেন ১০ বার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৩টি। উইকেট নিয়েছেন ৩০টি। আজ ৪ উইকেট দখল করতে পারলেই ছাপিয়ে যাবেন কপিল দেবকে।  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৯ ম্যাচে কপিল দেব দিয়েছেন ৩৩টি উইকেট। তবে ভারতীয়দের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট জাভাগাল শ্রীনাথের। ৩০ ম্যাচে তিনি নিয়েছেন ৫১টি উইকেট।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!