Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৪, ২০২৩

‌সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে শূন্য থেকে শুরু করতে চান ফার্গুসনরা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে শূন্য থেকে শুরু করতে চান ফার্গুসনরা

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ম্যাচে উড়িয়ে চলতি বিশ্বকাপ দারুণভাবে শুরু করেছিল নিউজিল্যান্ড। তারপর টানা ৩ ম্যাচে জয়। মনে হচ্ছিল কিউয়িদের সেমিফাইনালে ওঠা শুধু সময়ের অপেক্ষা। হঠাৎই ছন্দপতন। টানা ৪ ম্যাচ হেরে শেষ চারে ওঠা কঠিন হয়ে পড়েছিল। লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অবশেষে সেমিফাইনালের ছাড়পত্র। সেমিফাইনালে সামনে এবার ছন্দে থাকা ভারত। লিগ পর্বের পারফরমেন্স ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে শূন্য থেকে শুরু করতে চায় নিউজিল্যান্ড শিবির। সেই কথাই শোনা গেছে কিউয়ি জোরে বোলার লকি ফার্গুসনের মুখে।
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামার আগে ফার্গুসন বলেন, ‘বেশ কয়েকটা ম্যাচে দুর্দান্ত লড়াই করেও আমাদের হারতে হয়েছিল। বুধবার সেমিফাইনালে আরও একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অতীতের পারফরমেন্স ভুলে আমরা আবার ‌শূন্য থেকে শুরু করব।’‌ ২০১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড। অতীতের কথা মাথায় রাখতে চাইছেন না ফার্গুসন। তিনি বলেন, ‘‌২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের ফল আমাদের পক্ষে গিয়েছিল। তারপর চার বছর কেটে গেছে। এর মধ্যে দুই দলে অনেক পরিবর্তন হয়েছে। আমরা অনেক ক্রিকেট খেলেছি। সুতরাং ওই ম্যাচের ফলাফলকে গুরুত্ব দেওয়ার দরকার নেই।’‌
লিগ পর্বে ভারতের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড। কিউয়িদের তোলা ২৭৩ রান সহজেই অতিক্রম করেছিল ভারত। সেমিফাইনালে অন্য খেলা হবে বলে জানিয়েছেন ফার্গুসন। তাঁর কথায়, ‘‌লিগ পর্বের ম্যাচের সঙ্গে সেমিফাইনাল ম্যাচের আকাশপাতাল তফাৎ।  আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে আমরা ভালভাবে তৈরি হয়েছি। সেমিফাইনালে অন্য লড়াই হবে। আমরা তৈরি।’‌
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস বড় ফ্যাক্টর হবে। তবে আগে কিংবা পরে ব্যাট করা নিয়ে তাঁদের পরিকল্পনা তৈরি বলে জানিয়েছেন লকি ফার্গুসন। তিনি বলেন, ‘‌আগে ব্যাটিং হোক বা বোলিং, আমাদের পরিকল্পনা তৈরি আছে। আমরা ফ্লাড লাইটে বোলিং করতে পছন্দ করি। কারণ সন্ধের পর বল সুইং করে। তবে ভারত প্রথমে ব্যাট করলে বড় রান করা থেকে আটকাতে হবে। কোনও ওভারে যাতে ১০ বা তার বেশি রান না হয়, সেদিকে নজর দিতে হবে। এই ম্যাচে অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!