Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৫, ২০২৩

আক্রামদের মতে পাকিস্তানের বিপর্যয়ের জন্য দায়ী বাবর, উঠেছে নেতৃত্ব থেকে সরানোর দাবিও

আরম্ভ ওয়েব ডেস্ক
আক্রামদের মতে পাকিস্তানের বিপর্যয়ের জন্য দায়ী বাবর, উঠেছে নেতৃত্ব থেকে সরানোর দাবিও

বিশ্বকাপের মাস খানেক আগেও পাকিস্তানকে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার হিসেবে দেখছিলেন বিশেষজ্ঞরা। আইসিসি–র একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর দলের তকমা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। হল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে জয়। তৃতীয় ম্যাচে ভারতের কাছে হার। ভারতের কাছে হেরেই সর্বনাশ পাকিস্তানেক। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আফগানিস্তানের কাছেও বিপর্যয়।
টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে ঠেলে দিয়েছে পাকিস্তানকে। প্রশ্ন উঠেছে অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব নিয়ে। ওয়াসিম আক্রাম থেকে শুরু করে আকিব জাভেদ, আব্দুল রাজ্জাক, রামিজ রাজা, মিসবা–উল–হক, শোয়েব মালিক, মঈন খানের মতো প্রাক্তন ক্রিকেটাররা অধিনায়করা দেশের বিপর্যয়ের জন্য অধিনায়ক বাবর আজমকেই দায়ী করেছেন। বাবরকে নেতৃত্ব থেকে সরানোরও দাবি তুলেছেন।
আফগানিস্তানের কাছে হারের পর বাবর আজমের নেতৃত্ব ও খারাপ ফিল্ডিংকেই দায়ী করেছেন প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রাম। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে ক্রিকেটারদের ফিল্ডিং এবং বডি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ ছিল। ২৮৩ রান খুব একটা কম ছিল না। কিন্তু ওই রানও করেও জিততে পারেনি। বোলিং খুবই সাধারণ মানের ছিল। ফিল্ডিংয়ের অবস্থা আরও করুণ।’‌ ক্রিকেটারদের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন আক্রাম। তাঁর কথায়, ‘‌আধুনিক ক্রিকেটে ১০০ শতাংশ ফিট না হলে কীভাবে ভাল করার আশা করবেন? কীভাবে ক্যাচ নেবে বা বাউন্ডারি আটকাবে?‌ আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার যেভাবে ফিল্ডিং করেছে, তাতে মনে হয়েছিল যে তারা বেশি খাবার খেয়ে ফেলেছে।’‌
প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ বাবর আজমকে সরিয়ে শাহিন শাহ আফ্রিদিকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করার দাবি তুলেছেন। তিনি বলেন, ‘‌পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য শাহিনই সেরা বাজি। বাবর সাদা বলের ফরম্যাটে নিজেকে একজন দক্ষ অধিনায়ক হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।’‌ মিসবা–উল–হক বলেন, ‘‌বাবরের নেতৃত্বে অনেক কিছুর অভাব রয়েছে। বোলিং পরিবর্তন এবং ফিল্ড প্লেসিং অপেশাদার ছিল। বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকাকালীন হ্যারিস রউফকে পাওয়ার প্লে–তে এনে ভুল করেছিল।’‌
প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক বাবরকে অন্যান্য ক্রিকেটারদের খেলা নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘‌আফগানিস্তানের  বিপক্ষে শফিক আক্রমণাত্মক ব্যাটিং করছিল। বাবর ব্যাট করতে নামার পর শফিক খেলা পরিবর্তন করেছিল। বাবর যখন ধীরে ব্যাট করে তখন অন্য ব্যাটারদের ওপর এর বিরূপ প্রভাব পড়ে। তারা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে না। যা বিশ্বকাপে পাকিস্তানের স্ট্রাইক রেটকে প্রভাবিত করছে।’‌
অধিনায়ক হিসেবে বাবরের শেখার আগ্রহ নেই বলে মনে করছেন মঈন খান। তিনি বলেন, ‘‌গত চার বছরে চারটি বড় টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছে বাবর। দেখে মনে হচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে বাবর শিখছে। যখন উইকেট দরকার, তখন ফিল্ডারদের আরও কাছে নিয়ে আসে না। অধিনায়ক হিসেবে তো এটুকু কৌশল থাকতে হবে।’‌
সৌদ শাকিলকে বোলিং না করানো নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘‌হ্যারিসকে কেন ১০ ওভারের পর বোলিংয়ের আনতে হবে?‌ কিন্তু স্পিনাররাও তো ছন্দে নেই। বাবর অন্য কিছু ভাবছে না কেন, বুঝতে পারছি না। সৌদ শাকিলকে কেন বোলিং করানো হচ্ছে না?’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!