Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৫, ২০২৩

‌ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত শুরু করেছিলেন রোহিত শর্মা। যেভাবে খেলছিলেন, বড় রান প্রাপ্য ছিল। কিন্তু নবম ওভারে ছন্দপতন। টিম সাউদিকে গ্যালারিতে পাঠাতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে আউট। হাফ সেঞ্চুরি না পেলেও এদিন অবশ্য রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। ভেঙে দিলেন ক্রিস গেইলের বিশ্বকাপে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড।
এতদিন বিশ্বকাপে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের দখলে। ৩৪ ম্যাচে ৪৯ টি ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ছক্কা মারার সঙ্গে সঙ্গে গেইলের রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। এদিন ৪টি ছক্কা মারেন ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপে ২৭ ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ৫১। ছক্কা মারার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ২৩ ইনিংসে তিনি মেরেছেন ৪৭টি ছক্কা। এবি ডিভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার মেরেছেন ৩৭ টি করে ছক্কা। ডিভিলিয়ার্স খেলেছেন ২২ ম্যাচ, আর ওয়ার্নার খেলেছেন ২৭ ম্যাচ।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছক্কা মারার দিক দিয়ে রোহিত শর্মার পরে রয়েছেন শচীন তেন্ডুলকার। ৪৪ ম্যাচে তিনি মেরেছেন ২৭টি ছক্কা। তৃতীয় স্থানে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। ২১ ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ২৫। ২২ ম্যাচে ১৮টি ছক্কা মেরেছেন বীরেন্দ্র শেহবাগ। ৯ ম্যাচে ১৬টি ছক্কা মেরেছেন শ্রেয়স আয়ার। আর মহেন্দ্র সিং ধোনি ২৫ ম্যাচে মেরেছেন ১৫টি ছক্কা।
এদিন সেমিফাইনালে প্রথম ওভার থেকেই তান্ডব শুরু করেছিলেন রোহিত শর্মা। কিন্তু হাফ সেঞ্চুরির মুখে থেকে ফিরতে হয় ভারতীয় দলের অধিনায়ককে। ২৯ বলে ৪৭ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৪টি ৪ ও ৪টি ৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!