- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৯, ২০২৩
ফাইনালের মঞ্চে দু’দুটি রেকর্ড রোহিত শর্মার
ফাইনালে যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিল বড় রানের দিকে এগিয়ে যাবেন। গ্লেন ম্যাক্সওয়েলের ওই ওভারে একটা ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়েছিলেন। চতুর্থ বল আবার গ্যালারিতে পাঠাতে গিয়ে আউট। বড় রান না পেলেও একটা বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। পাশাপাশি একটা দেশের বিরুদ্ধে ক্রিস গেইলের সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও ভেঙে দিয়েছেন রোহিত।
২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সর্বাধিক রান করার নজির গড়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯ ম্যাচে তিনি করেছিলেন ৫৭৮ রান। ২ টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছিলেন। এতদিন পর্যন্ত একদিনের বিশ্বকাপে কোনও অধিনায়কের এটাই ছিল সর্বোচ্চ রান। ২০২৩ বিশ্বকাপে কেন উইলিয়ামসনের সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। ১১ ম্যাচে তিনি করেছেন ৫৯৭ রান। সেঞ্চুরি করেছেন ১টি, হাফ সেঞ্চুরি করেছেন ৩টি।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও রান করতে পারেননি। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৮৪ বলে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে করেছিলেন ৮৬। পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে করেছিলেন ৪৬ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ৮৭। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হন। মাত্র ৪ রান করে আউট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন ৪০। লিগের শেষ ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে করেন ৬১। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৪৭ রান। ফাইনালেও ৪৭ রানের গন্ডি টপকাতে পারলেন না।
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১ বলে ৪৭ রান করার পথে ৪ টি চার ও ৩টি ছক্কা হাঁকান রোহিত শর্মা। আর ৩টি ছক্কা মারার সঙ্গে সঙ্গে ভেঙে দেন ক্রিস গেইলের একটা দেশের বিরুদ্ধে ৬ মারার রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৮৫টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। এদিন তৃতীয় ছক্কা মেপে গেইলের রেকর্ড ভেঙে দেন রোহিত। এই নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬টি ছক্কা মারলেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি মেরেছেন ৬৩টি ছক্কা। এছাড়া চলতি বিশ্বকাপে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও রোহিতের দখলে। মেরেছেন ৩১টি ছক্কা।
❤ Support Us