Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১১, ২০২৩

আজ দু’‌দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ দু’‌দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

এবারের বিশ্বকাপ শুরু হয়েছে অন্য মেজাজে। প্রথম ম্যাচ থেকেই চলছে রেকর্ড ভাঙা–গড়ার খেলা। প্রায় প্রতিম্যাচেই কোনও না কোনও নতুন ইতিহাস তৈরি হচ্ছে। কোনও ক্রিকেটার আবার পৌঁছে যাচ্ছেন ব্যক্তিগত মাইলস্টোনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনিল কুম্বলে, শচীন তেন্ডুলকারদের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের ম্যাচেই মাইলস্টোনে পৌঁছে যাওয়ার সুযোগ ছিল ভারত অধিনায়কের সামনে। কিন্তু কোনও রান না করে সাজঘরে ফেরায় মাইলস্টোনে পৌঁছনো সম্ভব হয়নি রোহিতের। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। এই ম্যাচে ২২ রান করতে পারলেই বিশ্বকাপে ১ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যাবেন রোহিত। স্পর্শ করবেন ডেভিড ওয়ার্নারের বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড। ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম ম্যাচে দ্রুততম ১ রানের রেকর্ড গড়েছিলেন ডেভিড ওয়ার্নার। ১৯ ম্যাচে হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন তিনি। রোহিতও আজ বিশ্বকাপে নিজের ১৯ তম ম্যাচ খেলতে নামছেন।
এছাড়া আরও একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড নিজের দখলে করে নেবেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। তিনি ছক্কা মেরেছেন ৫৫৩টি। আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ৫৫১টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে হাজার রান ও আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারার মাইলস্টোনে পৌঁছতে সমস্যা হওয়ার কথা নয় হিটম্যানের।
তবে আফগানদের বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছেন রোহিত। মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে চোট উরুতে চোট পেয়েছিলেন। আঘাত অবশ্য তেমন গুরুতর নয়। মাঠে নামার জন্য তিনি তৈরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!