- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১, ২০২৩
সেমিফাইনালের ৪ নম্বর জায়গা নিয়ে তীব্র লড়াই
বিশ্বকাপের সেমিফাইনালে কোন চারটি দেশ যাবে তা নিয়ে রয়েছে জোর কল্পনা। ইতিমধ্যেই ভারত সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা পা বাড়িয়েই রেখেছে। অস্ট্রেলিয়ার সম্ভাবনাও প্রবল। বাকি একটা জায়গার জন্য তীব্র লড়াই।
ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ছাড়া আর কোন দেশ সেমিফাইনালে যেতে পারে? পাল্লা অনেকটাই ভারী নিউজিল্যান্ডের। তবে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাকেও তালিকার বাইরে রাখা যাবে না। যদিও এই তিনটি দেশের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। অনেকেই ভেবেছিল, পাকিস্তানের বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গেছে। মঙ্গলবার ইডেনে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। যদিও তাদের জটিল অঙ্কের ওপর নির্ভর করতে হবে।
৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ রয়েছে ভারত। বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত অপরাজেয়। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ৬ ম্যাচে পয়েন্ট ১০। লিগ টেবিলে রয়েছে দুই নম্বরে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই দলেরই ৬ ম্যাচে ৮ পয়েন্ট। তবে অস্ট্রেলিয়ার তুলনায় নেট রান রেটে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট দিয়ে লিগ টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে পাকিস্তান।
পাকিস্তানের বাকি এখনও দুটি ম্যাচ। সেমিফাইনালে যেতে গেলে পাকিস্তানকে বাকি দুটি ম্যাচে জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। পাকিস্তানের সামনে সবথেকে বড় বাধা এই মুহূর্তে নিউজিল্যান্ড। আফগানিস্তান, শ্রীলঙ্কাও রয়েছে। তবে পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডকে বাকি তিনটি ম্যাচে জেতা চলবে না। যদিও নিউজিল্যান্ডের তিনটি ম্যাচই যথেষ্ট কঠিন। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে, পাকিস্তানকে খেলতে হবে নিউজিল্যান্ড ও হল্যান্ডের বিরুদ্ধে।
আজ দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড ম্যাচের ওপর অনেক কিছুই নির্ভর করছে। পাকিস্তানের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে দক্ষিণ আফ্রিকার কাছে নিউজিল্যান্ডকে হারতেই হবে। এছাড়া বৃহস্পতিবার ভারতের কাছে শ্রীলঙ্কাকে হারতে হবে। অন্যদিকে হল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে আফগানিস্তানকে। পাকিস্তানকে জিততে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর ইংল্যান্ড–অস্ট্রেলিয়া ম্যাচে জিততে হবে অস্ট্রেলিয়াকে। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ নভেম্বর কলকাতায় পাকিস্তানকে জিততে হবে। এছাড়া ভারতের কাছে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে। আর বাংলাদেশ ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে।
এছাড়া আরও জটিল অঙ্ক রয়েছে। অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে আফগানিস্তানকে। ইংল্যান্ডকে জিততে হবে হল্যান্ডের বিরুদ্ধে। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডকে জেতা চলবে না। আর দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। তাহলেই পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা রয়েছে। বর্তমান লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সেমিফাইনালের সম্ভাবনায় বেশি।
❤ Support Us