- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৯, ২০২৩
আজ সাকিবের খেলা না খেলার ওপর নির্ভর করছে অনেককিছু
ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন সাকিব আল হাসান? এই প্রশ্নটাই আজ বারবার ঘুরেফিরে আসছে। সোমবার পুরোদমে অনুশীলন করেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মঙ্গলবার অবশ্য স্টেডিয়ামে পা মারানি। আর তিনি না আসাতেই প্রশ্নটা তীব্র হয়ে উঠেছে।
আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করার পর টানা দুই ম্যাচে হার বাংলাদেশের। বিশ্বকাপের আগে থেকেই দলে অস্বস্তি ছিল। তামিম ইকবাল সুযোগ না পাওয়ায় বিতর্ক মাথা ছাড়া দিয়ে উঠেছিল। লিটন দাসের সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়াটাও অস্বস্তি বাড়িয়েছিল টিম ম্যানেজমেন্টের। তার ওপর সাকিব আল হাসানের চোট, একগুচ্ছ সমস্যা নিয়েই আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ।
সকিবের খেলা না খেলার ওপর অনেক কিছুই নির্ভর করছে। তিনি যদি মাঠে না নামেন বাংলাদেশের শক্তি অনেকটাই কমে যাবে। কারণ এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পিছিয়ে পড়বে বাংলাদেশ। এছাড়া বিরাট কোহলির বিরুদ্ধে সাকিবের সাফল্যও প্রশ্নাতীত। বাংলাদেশের দুর্বল হওয়ার আরও কারণ রয়েছে। আর সেটা হল সাকিবের নেতৃত্ব। তিনি না খেললে নেতৃত্বের দিক দিয়েও অনেকটাই পিছিয়ে পড়বে বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে দলের সঙ্গে অনুশীলন না এলেও চোটের জায়গা স্ক্যান করাতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করবে তার খেলা না খেলা। একটা ম্যাচের কথা ভেবে বাকি পাঁচটা ম্যাচের জন্য সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট তবে খেলা না খেলাটা সম্পূর্ণ নির্ভর করছে সাকিবের ওপর।
সাকিব যদি একান্তই খেলতে না পারেন, তাহলে একজন বাড়তি বোলার নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। কারণ পুনের স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেট। তবে সাকিবের খেলা না খেলার ওপর নির্ভর করছে অনেক কিছু। শুধু সাকিব নয়, ব্যাটিং নিয়েও চিন্তা রয়েছে বাংলাদেশ শিবিরের। প্রথম ম্যাচ থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ভারতের বিরুদ্ধেও সেরকম কিছু ঘটলে অবাক হওয়ার থাকবে না। তবে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য লিটন দাসের রানা ফেরার দিকেই তাকিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ২০১৯ বিশ্বকাপে লিটন দাসই কিন্তু চাপে ফেলে দিয়েছিলেন ভারতকে।
❤ Support Us