- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১২, ২০২৩
শীর্ষস্থান হারালেন সিরাজ, ১ নম্বরেই বাবর আজম

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি মহম্মদ সিরাজ। বরং জস হ্যাজেলউডই দাপট দেখিয়েছিলেন। আর ভাল পারফরমেন্সের সুবাদে মহম্মদ সিরাজকে পেছনে ফেলে আইসিসি–র ক্রিকেট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এলেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার। ব্যাটারদের তালিকায় বাবর আজম অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন।
বিশ্বকাপের আগে বোলারদের ক্রম তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন মহম্মদ সিরাজ ও জস হ্যাজেলউড। দুজনেরই পয়েন্ট ছিল ৬৬৯। ভারতের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়েছিলেন হ্যাজেলউড। অন্যদিকে, মহম্মদ সিরাজ পেয়েছিলেন ১ উইকেট। হ্যাজেলউডের পয়েন্ট ৬৬৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৮২–তে। অন্যদিকে, সিরাজের পয়েন্ট কমে হয়েছে ৬৬৪। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ৬৫০। ৬৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আফগানিস্তানের মুজিব–উর–রহমান। ভারতের কুলদীপ যাদব রয়েছেন ৮ নম্বরে। তাঁর পয়েন্ট ৬২২।
বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে রান না পেলেও ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর পয়েন্ট ৮৩৫। তবে দ্বিতীয় স্থানে থাকা শুভমান গিলের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান কমে গেছে। এখন মাত্র ৫ পয়েন্টে এগিয়ে। বিশ্বকাপ শুরুর আগে দুজনের পয়েন্টের ব্যবধান ছিল ১৮। প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হওয়ায় বাবরের ২২ পয়েন্ট কমে গেছে। অন্যদিকে, শুভমান গিল খেলতে না পারায় তাঁর পয়েন্ট কমেছে ৯। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে তিন নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন। তাঁর ১৬ পয়েন্ট বেড়েছে। এই মুহূর্তে ৭৫৮ পয়েন্ট ডুসেনের।
অলরাউন্ডের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তাঁর পয়েন্ট ৩৪৩। ২৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। দলগত র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত। ভারতের পয়েন্ট ১১৬। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ১১৫।
❤ Support Us