- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৮, ২০২৩
ক্ষোভে উত্তাল, শ্রীলঙ্কায় গেলে পাথর ছুঁড়ে মারা হবে সাকিবকে!
কিছুতেই যেন মিটছে না সাকিব আল হাসানের অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করার বিতর্ক। গোটা ক্রিকেট বিশ্ব এই নিয়ে তোলপাড়। অনেকেই যেমন সাকিবের আউটের আবেদনকে সমর্থন জানিয়েছেন, তেমনই অনেকে আবার তীব্র সমালোচনা করেছেন। ক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কাও। শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা সাকিবের আচরণে রীতিমতো হতাশ। ভবিষ্যতে সাকিব যদি শ্রীলঙ্কায় খেলতে যান, তাঁকে পাথর ছুঁড়ে মারা হতে পারে। এমনই জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজের ভাই ট্রেভিন ম্যাথুজ।
সাকিবের আচরণ নিয়ে খুবই হতাশ অ্যাঞ্জেলো ম্যাথুজের ভাই ট্রেভিন। তিনি বাংলাদেশ অধিনায়কের আচরণ একেবারেই মেনে নিতে পারছেন না। সাকিবের আচরণকে তিনি ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী বলে মনে করছেন। ট্রেভিন বলেন, ‘সাকিবের আচরণে আমরা খুবই হতাশ। ওর আচরণ খেলোয়াড়সুলভ ছিল না। ক্রিকেট জেন্টালম্যান গেম। আর সেই জেন্টলম্যান গেমের প্রতি মোটেই মানবিক আচরণ দেখাননি সাকিব।’
সাকিব আল হাসান শ্রীলঙ্কায় খেলতে গেলে খারাপ পরিস্থিতির শিকার হতে পারেন বলেও মন্তব্য করেছেন ট্রেভিন ম্যাথুজ। তিনি বলেন, ‘এই ঘটনার পর সাকিবকে কখনোই শ্রীলঙ্কায় ভালোভাবে স্বাগত জানানো হবে না। সাকিব যদি শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ম্যাচ কিংবা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যান, তাহলে তাঁকে পাথর ছুঁড়ে মারা হতে পারে। দেশের ক্রিকেটপ্রেমীরা ওর ওপর দারুণ ক্ষিপ্ত। তাদের হামলার মুখে পড়তে হতে পারে সাকিবকে।’
বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের ২৪.২ ওভারের মাথায় সাদিরা সমরাবিক্রমা সাকিবের বলে আউট হওয়ার পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁর হেলমেটের স্ট্র্যাপে সমস্যা ছিল। ম্যাথুজ ড্রেসিংরুমে ইশারা করেন নতুন হেলমেট নিয়ে আসার জন্য। নতুন হেলমেট আসতে কিছুটা দেরি হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাথুজ বলের মোকাবেলা করতে পারেননি। তাঁর বিরুদ্ধে আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাথুজ পরে আবেদন প্রত্যাহার করার অনুরোধ জানালেও সাকিব তা করেননি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
❤ Support Us