Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১১, ২০২৩

আফগানদের বিরুদ্ধে সামি সুযোগ না পাওয়ায় গর্জে উঠলেন গাভাসকার

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানদের বিরুদ্ধে সামি সুযোগ না পাওয়ায় গর্জে উঠলেন গাভাসকার

বিশ্বকাপের দু’‌দুটি ম্যাচ খেলা হয়ে গেল ভারতের। অথচ এখনও প্রথম একাদশে সুযোগ পেলেন না ভারতের অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ সামি। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধেও ব্রাত্য। মহম্মদ সামিকে প্রথম একাদশে সুযোগ না দেওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। প্রশ্ন তুলেছেন প্রথম একাদশ নির্বাচন নিয়ে। মনস্তাত্বিক দিক দিয়েও সামিকে খেলানোর পক্ষে জোরালো সওয়াল করেছেন গাভাসকার।
২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্টিক করে প্রায় হারা ম্যাচে ভারতকে জিতিয়েছিলেন সামি। সেই কথা মাথায় রেখে গাভাসকার ভেবেছিলেন, হয়তো আফগানদের বিরুদ্ধে সামিকে খেলানো হবে। কিন্তু বুধবারও প্রথম একাদশে সামি জায়গা না পাওয়ায় অবাক গাভাসকার। তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল সামি। ভেবেছিলাম এদিন ওকে প্রথম একাদশে সুযোগ দিয়ে মানসিকভাবে আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হবে। কিন্তু সেটা করা হয়নি। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। তাছাড়া সামি তো ছন্দেই রয়েছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল বোলিং করেছিল। অনায়াসে ওকে খেলানো যেত। তাহলে আফগানিস্তান হয়তো এত রান তুলতে পারত না।’‌ ‌
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে একটা পরিবর্তন করে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলানো হয় শার্দুল ঠাকুরকে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তও মেনে নিতে পারেননি গাভাসকার। অশ্বিনকে বসানোরও পক্ষপাতি ছিলেন না তিনি। গাভাসকার বলেন, ‘জানি না অশ্বিন কী এমন ভুল করেছে, যে ওকে বাদ পড়তে হল। আগেও বারবার বাদ পড়েছে। এই ব্যাপারে অশ্বিন অভ্যস্ত হয়ে গেছে। বাদ পড়েও দারুণভাবে ফিরে এসেছে। আশা করছি আবার দারুণভাবে ফিরে আসবে। আর অশ্বিনকে যখন বাদই দেওয়া হয়েছে, তাহলে ওর পরিবর্তে কেন শার্দুল ঠাকুরকে খেলানো হল বুঝতে পারছি না। অনায়াসে সামিকে খেলানো যেত। অথবা সিরাজের জায়গায় সামিয়ে খেলিয়ে অশ্বিনকেও প্রথম একাদশে রাখতে পারত।’‌
গাভাসকারের সঙ্গে সহমত পোষণ করেছেন গৌতম গম্ভীরও। তিনি বলেন, ‘‌ভারত প্রথম একাদশে একটা পরিবর্তন করেছে। অশ্বিনের জায়গায় শার্দুল ঠাকুর। আমার মনে হয় সামিকে খেলানো উচিত ছিল।’‌ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন সামি। পরপর ফেরান মহম্মদ নবি, আফতাব আলম, মুজিব–উর–রহমানকে। ভারতের ২২৪/‌৪ রানের জবাবে জয়ের দিকে এগোচ্ছিল আফগানিস্তান। সামির দুরন্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২১৩ রানে গুটিয়ে যায়। শেষ ওভারে হ্যাটট্রিক করেছিলেন সামি। ম্যাচে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!