- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৬, ২০২৩
নিরাপত্তার বজ্রআটুনি, ইডেনের গ্যালারিতে বসে দেখা যাবে না বাবর আজমদের প্র্যাকটিস
ইডেনের গ্যালারিতে বসে পাকিস্তানের প্র্যাকটিস দেখবেন? কিংবা বাবর আজম, শাহিন আফ্রিদিদের সঙ্গে সেলফি তুলবেন? কলকাতার ক্রিকেটপ্রেমীদের সেই প্রত্যাশা এবার পূরণ হবে না। কলকাতায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে রাখা হবে গোটা পাকিস্তান দলকে। নিরাপত্তা এতটাই কঠিন করা হচ্ছে যে, সেলফি তোলা কিংবা অটোগ্রাফ নেওয়া তো দূরের কথা, গ্যালারিতে বসে প্র্যাকটিস দেখার সুযোগও থাকবে না।
শুক্রবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ খেলবে পাকিস্তান। পরের দিনই কলকাতায় উড়ে আসার কথা বাবর আজমদের। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ ৩১ অক্টোবর। তার আগে ইডেনে দুদিন প্র্যাকটিসের সুযোগ পাবেন বাবর আজমরা। কিন্তু হায়দরাবাদের মতো ইডেনের ফাঁকা মাঠেই প্র্যাকটিস করতে হবে পাকিস্তান দলকে। দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে না। এমনকি সিএবি কর্তাদের পরিচিতরাও ইডেনের গ্যালারিতে হাজির থেকে পাকিস্তানের প্রাকটিস দেখার সুযোগ পাবেন না। একমাত্র আইসিসি-র অ্যাক্রিডেটেড সাংবাদিকরাই গ্যালারি থেকে পাকিস্তানের প্র্যাকটিস দেখার সুযোগ পাবেন।
সাধারণত ইডেনে কোনও ম্যাচ হলে ক্রিকেটপ্রেমীদের প্র্যাকটিস দেখার সুযোগ দেওয়া হয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। এই বিশ্বকাপে বাংলাদেশ, হল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ইডেনে খেলবে। এই দলগুলির প্র্যাকটিস দেখার সুযোগ ক্রিকেটপ্রেমীরা পাবেন। কিন্তু বাবর আজমদের প্র্যাকটিস দেখার অনুমতি দেওয়া হবে না। পাকিস্তান দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়াকড়ি করা হচ্ছে যে, প্রত্যেকটা গেটে মেটাল ডিরেক্টরের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এছাড়া কোনও রকম প্ররোচনামূলক পোস্টার নিয়েও মাঠে ঢোকা যাবে না।
নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান দলকে প্রথমে ইডেনের কাছাকাছি এক পাঁচতারা হোটেলে রাখার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই হোটেলে আগে থেকেই বাংলাদেশ দল বুক করে রাখায় পাকিস্তানকে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাইপাসের ধারে এক পাঁচ তারা হোটেলে পাকিস্তানকে রাখা হচ্ছে। হোটেল থেকে ইডেনের পর্যন্ত পাকিস্তান দলের যাতায়াতের পথ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে। ২০১৬ টি ২০ বিশ্বকাপের পর আবার শহরে পা রাখছে পাকিস্তান। বাবর আজমদের নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে থাকলেও অটোগ্রাফ বা সেলফি তোলার সুযোগ থাকছে না।
❤ Support Us