- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৯, ২০২৩
কোহলির ক্যাচ ফেলে ভারতকে ম্যাচ উপহার অস্ট্রেলিয়ার

অস্টম ওভারে জস হ্যাজেলউডের শর্ট বল পুল করেছিলেন বিরাট কোহলি। বল আকাশে। ক্যাচ ধরার জন্য মিড উইকেট থেকে ছুটে গিয়েছিলেন মিচেল মার্শ। উইকেটের পেছন থেকে ছুটে এসেছিলেন অ্যালেক্স ক্যারিও। সহজ ক্যাচ। মিচেল মার্শ ফস্কালেন। ওই একটা ক্যাচেই ম্যাচ হাতছাড়া অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার দূর্গ ভেঙে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিল ভারত। শুরুতে বিপর্যয়ে পড়েও ৬ উইকেটে সহজ জয় ভারতে। ভারতকে জেতালেন জীবন পাওয়া বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
মিচেল মার্শ যখন বিরাট কোহলির ক্যাচ ফস্কেছিলেন, ভারতের রান তখন ৭.৩ ওভারে ৩ উইকেটে ২০। কোহলি ১২ রানে ক্রিজে। ওই সময় কোহলি আউট হলে নিশ্চিতভাবে চাপে পড়ে যেত ভারত। মিচেল মার্শ ক্যাচ ফেলে ভারতকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেন। শেষ পর্যন্ত ৮৫ রান করে সেই হ্যাজেলউডের বলেই লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি। ভারত তখন প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। লোকেশ রাহুলের সঙ্গে তাঁর ১৬৫ রানের জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। কোহলি যখন আউট হন ভারতের রান ১৬৭। এরপর হার্দিক পান্ডিয়াকে (অপরাজিত ১১) সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন লোকেশ রাহুল। ১১৫ বলে ৯৭ রান করে তিনি অপরাজিত থাকেন।
টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৯৯। জয়ের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না ভারতের সামনে। শুভমান গিল অসুস্থ থাকায় এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ (০)। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে তিনি আউট হন। পরের ওভারে তৃতীয় বলে রোহিত শর্মাকে (০) ফেরান জস হ্যাজেলউড। ষষ্ঠ বলে তুলে নেন শ্রেয়স আয়ারকে (০)। ২ ওভারের মধ্যে ২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে ভারত। চাপের মুখে দুরন্ত ব্যাট করে দলকে জয়েক দিকে এগিয়ে নিয়ে যান কোহলি ও লোকেশ রাহুল।
এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতে ধাক্কা খেয়েছিল। ইনিংসের তৃতীয় ওভারে মিচেল মার্শকে (০) তুলে নেন যশপ্রীত বুমরা। ওয়ার্নার ও স্মিথের দুরন্ত লড়াইয়ে ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। ওয়ার্নারকে (৪১) তুলে নিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। এরপর স্মিথ (৪৬) আউট হতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। একই ওভারে লাবুশেন (২৭) ও অ্যালেক্স ক্যারিকে (০) তুলে নিয়ে অসিদের ব্যাকফুটে পাঠিয়ে দেন রবীন্দ্র জাদেজা। ম্যাক্সওয়েলও (১৫) রান পাননি। কামিন্স (১৫) ও স্টার্কের (২৮) সৌজন্যে শেষ পর্যন্ত ১৯৯ রানে পৌঁছয় অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা ২৮ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।
❤ Support Us