Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৮, ২০২৩

‌গোল্ডেন টিকিট দিয়ে শচীনকে বিশ্বকাপের অংশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড

‌গোল্ডেন টিকিট দিয়ে শচীনকে বিশ্বকাপের অংশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে আগেই অমিতাভ বচ্চনকে যুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আরও একটা বড় চমক দিল ভারতীয় বোর্ড। এবার শচীন তেন্ডুলকারকে বিশ্বকাপের সঙ্গে যুক্ত করল। অমিতাভ বচ্চনের পর এবার শচীনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার শচীনের বাড়িতে গিয়ে তাঁর হাতে গোল্ডেন টিকিট তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
৫ অক্টোবর এবছর বিশ্বকাপ শুরু হচ্ছে। ফাইনাল ১৯ নভেম্বর। ১০টি ভেন্যুতে ৪৬ দিন ধরে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ১০টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমাজের বিশিষ্ট মানুষদের হাতে ‘‌গোল্ডেন টিকিট’‌ তুলে দেওয়া হবে। এই গোল্ডেন টিকিটে দেশের সব মাঠেই যে কোনও ম্যাচ দেখা যাবে। শচীন তেন্ডুলকারের আগে অমিতাভ বচ্চনের হাতে এই গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইটারে একটা ছবি শেয়ার করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, শচীনের হাতে গোল্ডেন টিকিট তুলে দিচ্ছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। টুইটারে লেখা হয়েছে, ‘‌ক্রিকেট ও জাতির জন্য একটা আইকনিক মুহূর্ত। দেশের আইকনদের জন্য গোল্ডেন টিকিট প্রোগ্রামের অংশ হিসেবে ভারতী ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ ভারতরত্ন শচীন তেন্ডুলকারকে গোল্ডেন টিকিট উপহার দিচ্ছেন। ক্রিকেটের শ্রেষ্ঠত্ব এবং জাতির গর্বের প্রতীক শচীন তেন্ডুলকার নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এখন তিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩–এর অংশ হবেন।’‌
২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য শচীন তেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করেছেন। ৪৬৩ ম্যাচে তাঁর মোট রান ১৮৪২৬। বিশ্বকাপেও সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে তাঁর। ৪৫টি ম্যাচে করেছেন ২২৭৮। বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি করেছেন শচীন। খেলেছেন ৬টি বিশ্বকাপ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!