Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১, ২০২৩

এবছর একদিনের বিশ্বকাপে নেই দু’‌বারের বিশ্বজয়ীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
এবছর একদিনের বিশ্বকাপে নেই দু’‌বারের বিশ্বজয়ীরা

পরপর দু’‌বারের বিশ্বজয়ী। আর তারাই কিনা এবারের বিশ্বকাপে নেই!‌ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ২০২৩ একদিনের বিশ্বকাপে যোগ্যতাঅর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। একদিনের ক্রিকেট বিশ্বকাপে ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মূলপর্বে উঠতে পারল না ক্যারিবায়ানরা। ক্যারিবিয়ান ক্রিকেটের ঐতিহ্য ভেঙে খানখান।
শনিবার যোগ্যতা অর্জনের সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। মূলপর্বে যেতে গেলে সুপার সিক্সের সব ম্যাচেই জিততে হত ক্যারিবিয়ানদের। কিন্তু সুপার সিক্সের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে মূলপর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেল সাই হোপদের। প্রথমে ব্যাট করে মাত্র ১৮১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড। গ্রুপ লিগে জিম্বাবোয়ে, হল্যান্ডের কাছে আগেই হেরেছিল ক্যারিবিয়ানরা। ফলে সুপার সিক্সে বাকি সব ম্যাচ জিতলেও যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূলপর্বে ওঠা কঠিন ছিল।
টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় স্কটল্যান্ড। ক্যারিবিয়ান টপ অর্ডার একেবারেই দাঁড়াতে পারেনি। একসময় ৮১ রানে ৬ উইকেট হারায়। লোয়ার অর্ডারে জেসন হোল্ডার (‌৭৯ বলে ৪৫)‌ ও রোমারিও শেফার্ডের (‌৪৩ বলে ৩৬)‌ রান দেড়শ রানের গন্ডি পার করে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। শেষ পর্যন্ত ৪৩.‌৫ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায়।
ব্যাট করতে নেমে প্রথম বলেই ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে (‌০)‌ হারায় স্কটল্যান্ড। ম্যাথু ক্রস (‌১০৭ বলে অপরাজিত ৭৪)‌ ও ব্রেন্ডন ম্যাকমুলেনের (‌১০৬ বলে ৬৯)‌ জুটি স্কটল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয়। দুজনের জুটিতে ওঠে ১২৫ রান। ম্যাকুলেন আউট হওয়ার পর স্কটল্যান্ডকে জয় নেলে দেন ক্রস ও রিচি বেরিংটন (‌অপরাজিত ১৩)‌। জর্জ মুনসে করেন ১৮।
১৯৭৫, ১৯৭৯ পরপর দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একসময় বিশ্ব ক্রিকেটে ক্যারিবিয়ানদের দুরন্ত দাপট ছিল। কিন্তু সেই দাপট এখন আর নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!