Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৪

ভারতকে সিংহাসনচ্যুত করে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতকে সিংহাসনচ্যুত করে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

দীর্ঘদিন আইসিসি–র টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত। গতবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারলেও গত ৬ মাস ধরে ১ নম্বর জায়গা ধরে রেখেছিলেন রোহিত শর্মারা। অবশেষে সিংহাসনচ্যুত। সেই অস্ট্রেলিয়ার কাছেই সেরার মুকুট হারাল ভারত। ভারতকে টপকে এক নম্বরে ফিরল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাবজয়ী অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ ড্র করাটায় ভারতরকে এক নম্বর জায়গা থেকে টানে নামাল। এই সিরিজের আগে পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়ার রেটিং ছিল ১১৮। অস্ট্রেলিয়ার তুলনায় ভারতের পয়েন্ট বেশি থাকায় শীর্ষে ছিল ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ ড্র করায় ভারতের ১ রেটিং পয়েন্ট কমে গেছে। এই মুহূর্তে ভারতের রেটিং পয়েন্ট ১১৭। ভারতের রেটিং পয়েন্ট কমে যাওয়ায় অস্ট্রেলিয়া শীর্ষে পৌঁছে গেছে। তারা ১১৮ রেটিংই ধরে রেখেছে। তবে অস্ট্রেলিয়া রেটিং বাড়াতে চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ হলেও তাদের রেটিং বেড়ে যাবে। এই মুহূর্তে ২–০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে তৃতীয় টেস্টও জয়ের দিকে অনেকটাই এগিয়ে গেছে।
২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের পর কিছুদিন শীর্ষস্থান ধরে রেখেছিল। তারপর সিংহাসনচ্যুত হয়। রেটিংয়ে ভারতের থেকে এগিয়ে থাকলেও পয়েন্টের বিচারে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ভারতের পয়েন্ট ৩৭৪৬। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৫৩৪। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (‌রেটিং ১০৬)‌। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (‌রেটিং ৯৫)‌ ও পাকিস্তান (‌রেটিং ৯২)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!