- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৮, ২০২৪
খোয়াজার আবেদনে না আইসিসির
ইজরায়েল–প্যালেস্তাইন যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন উসমান খোয়াজা। অনুমতি না নিয়ে কালো আর্ম ব্যান্ড পরে খেলায় আইসিসি ভর্ৎসনা করেছিল অস্ট্রেলিয়ার এই ওপেনারকে। আইসিসি–র সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন খোয়াজা। তাঁর সেই আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। ভর্ৎসনার সিদ্ধান্তই বহাল রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে যুদ্ধের বিরুদ্ধে স্লোগান লেখা জুতো পরে খেলতে চেয়েছিলেন খোয়াজা। জুতোয় লেখা ছিল, ‘স্বাধীনতা মানবাধিকার’ এবং ‘সবার জীবনই গুরুত্বপূর্ণ’। কিন্তু আইসিসি তাঁকে এই স্লোগান লেখা জুতো পরে খেলার অনুমতি দেয়নি। কারণ আইসিসি–র নিয়মে বলা আছে, রাজনৈতিক বার্তা দেওয়া কোনও জিনিস পরে মাঠে নামা যাবে না।
জুতোয় স্লোগান লিখে না খেলার সিদ্ধান্ত নিলেও, আইসিসি–র বিরুদ্ধে লড়াই থেকে সরে আসেননি খোয়াজা। তিনি এক ভিডিও বাতায় লড়াই জারি রাখার কথা বলেন। পার্থ টেস্টে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামার জন্য অবশ্য আইসিসি–র অনুমতি নেননি। আইসিসি দাবি করে, অনুমতি না নিয়ে কালো আর্ম ব্যান্ড পরে খোয়াজা আইসিসি–র নিয়ম লঙ্ঘন করেছেন। নিয়ম লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়তে হয় খোয়াজাকে। তাঁকে ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হয়।
খোয়াজা এই শাস্তির বিরুদ্ধে আইসিসি–র কাছে আবেদন করেন। তিনি আইসিসি–কে জানান, ব্যক্তিগত শোকের জন্য তিনি কালো আর্ম ব্যান্ড পরেছিলেন। কিন্তু আইসিসি তাঁর যুক্তি মেনে নেয়নি। যদিও আইসিসি–র চাপে পিছু হটে যাননি খোয়াজা। মেলবোর্ন টেস্টেও তিনি প্রতিবাদ চালিয়ে যান জুতোতে নিজের দুই মেয়ের নাম লিখে।
❤ Support Us