Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

প্রীতমের সুরে প্রকাশ বিশ্বকাপের থিম সং ‘‌দিল জশন বোলে’‌

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রীতমের সুরে প্রকাশ বিশ্বকাপের থিম সং ‘‌দিল জশন বোলে’‌

বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল, ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে বিশ্বকাপের থিং সং। প্রত্যাশা মতোই আজ প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। এবারের বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’‌। বাংলা তর্জমা করলে এর অর্থ দাঁড়ায় ‘‌হৃদয় উদযাপন করে’‌। ৩ মিনিট ১১ সেকেন্ডের এই থিম সং–এর সুরকার বিখ্যাত সঙ্গীত পরিচালক প্রীতম। আর গানে অভিনয় করেছেন রণবীর সিং।

আগেই বিশ্বকাপের থিম সং–এর পোস্টার প্রকাশ করা হয়েছিল। আজ আইসিসি ঘটা করে সোশ্যাল মিডিয়ায় ঘটা করে গানের ভিডিও শেয়ার করেছে। থিম সং–য়ের ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে হিন্দিকে। তবে ভিডিওতে ভারতের বিভিন্ন ভাষা ও বিশ্বের বিভিন্ন দেশকে তুলে ধরা হয়েছে। গানটিতে একটা ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের সঙ্গে বিশ্বকাপের উত্তাপ ছড়ানো গানে মেতে উঠেছেন রনবীর সিং ও সুরকার প্রীতম।
থিম সং–এর ভিডিওতে অভিনয় করতে পেরে গর্বিত রনবীর সিং। তিনি বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মিউজিকের অংশ হতে পারা সম্মানের। আমি গর্বিত। এটা ক্রীড়া জগতের এমন একটা খেলা যা আমরা সবাই ভালবাসি।’ সুরকার ও গায়ক প্রীতম বলেন, ‘ভারতের অন্যতম আবেগ ক্রিকেট। আর এই গানটা তৈরি করতে পেরে আমি গর্বিত। এটা শুধুমাত্র ১৪০ কোটি ভারতীয়র গান নয়, এটা গোটা বিশ্বের গান হতে চলেছে।’
আইসিসি মনে করে যে, বিশ্বকাপের থিম সং দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই গানের সঙ্গে সমর্থকদের যুক্ত করতে উদ্যোগ নিয়েছে আইসিসি। ভিডিওতে দেখানো স্টেপের সঙ্গে পা মিলিয়ে সেটাকে পোস্ট করলে সমর্থকদের জন্য পুরস্কার রয়েছে বলে জানিয়েছে আইসিসি।
থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!