- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৭, ২০২৩
আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে রবি
জাতীয় দলে এখনও নিয়মিত নন। কুলদীপ যাদবের বিকল্প হিসেবে তাঁকে তৈরি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এর মধ্যেই কিনা টি২০ ক্রিকেটে বিশ্বের সেরা বোলারের তকমা পেয়ে গেলেন রবি বিষ্ণোই। আইসিসি-র টি২০ বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতীয় দলের এই স্পিনার। পেছনে ফেলে দিয়েছেন রশিদ খান, হাসারাঙ্গাদের।
সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজে দুরন্ত পারফরমেন্স করেছেন রবি বিষ্ণোই। ৫ ম্যাচে তুলে নেন ৯ উইকেট। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বিষ্ণোই। পাশাপাশি তিনি স্পর্শ করেছেন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। এতদিন পর্যন্ত দ্বিপাক্ষিক টি২০ সিরিজে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল অশ্বিনের। এই তামিল স্পিনারের রেকর্ডে ভাগ বসিয়েছেন বিষ্ণোই।
বুধবার আইসিসি-র পক্ষ থেকে টি২০ ক্রিকেটের ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। এই ক্রমতালিকায় ৫ ধাপ ওপরে উঠে এসেছেন বিষ্ণোই। ৬৯৯ পয়েন্ট নিয়ে তিনি শীর্ষস্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট পান বিষ্ণোই। দ্বিতীয় ম্যাচে পান ৩ উইকেট। তৃতীয় ২টি, চতুর্থ ম্যাচে ১টি ও পঞ্চম ম্যাচে ২টি উইকেট পান তিনি। ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ২১টি টি২০ ম্যাচ খেলেছেন বিষ্ণোই। উইকেট সংখ্যা ৩৪। সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। এখনও পর্যন্ত তাঁর সেরা বোলিং। বিষ্ণোই ছাড়া টি২০ ক্রিকেটে ছাড়া আর কোনও ভারতীয় বোলার প্রথম দশে নেই। তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।
ব্যাটারদের তালিকাতেও শীর্ষস্থানে ভারতীয়। একনম্বর জায়গা ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। এছাড়া ৭ নম্বরে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে বাংলাদেশের শাকিব আল হাসান। ভারতীয়দের মধ্যে একমাত্র হার্দিক পাণ্ডিয়া রয়েছেন প্রথম দশে। তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
❤ Support Us