Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৪, ২০২৪

সুপার এইটে আফগানিস্তান, পথে বাংলাদেশও, বিদায় নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপার এইটে আফগানিস্তান, পথে বাংলাদেশও, বিদায় নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার

২০০৭ সালে টি২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। তারপর থেকে শুধুই ব্যর্থতা। একবারও পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারেনি। এবার বিশ্বকাপে সেই সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। হল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে বেঙ্গল টাইগাররা। ডাচদের বাংলাদেশ হারিয়েছে ২৫ রানে। অন্যদিকে, সুপার এইট নিশ্চিত করল আফগানিস্তান, বিদায় নিউজিল্যান্ডের। ওমানের বিরুদ্ধে রেকর্ড গড়ল ইংল্যান্ড।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় হল্যান্ড। শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। আরিয়ান দত্তকে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (‌১)‌। লিটন দাসও (‌১)‌ রান পাননি। তানজিদ হাসান (‌২৬ বলে ৩৫)‌ ও সাকিব দলকে টেনে নিয়ে যান। মাহমুদুল্লাহ ২১ বলে ২৫ রান করে আউট হন। ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৫৯/‌৫। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৫ রানে ২ উইকেট নেন ভ্যান মেকেরেন। ১৭ রানে ২ উইকেট আরিয়ান দত্তর।
সুপার এইটের লড়াইয়ে হল্যান্ডের কাছেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ডাচরা জ্বলে উঠতে পারল না। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানে থেমে যায় তাদের ইনিংস। ২২ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন সাইব্র‌্যান্ড এঙ্গেলব্রেট। ২৬ রান করেন বিক্রমজিৎ সিং। ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। জিতে সুপার এইটের পথে এগিয়ে গেল বাংলাদেশ। বিদায় নিল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে এদিন গ্রুপ লিগ থেকে বিদায় নিল নিউজিল্যান্ডও। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল কিউয়িরা। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে আফগানিস্তানের জয় ছিটকে দিয়েছে নিউজিল্যান্ডকে। আগেই ‘‌সি’‌ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে উঠল আফগানিস্তান।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯.‌৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। সর্বোচ্চ ২৭ রান করেন কিপলিন দোরিগা। ১৬ রানে ৩ উইকেট নেন ফজলহক ফারুকি। জবাবে, ১৫.‌১ ওভারে ১০১/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন গুলবাদিন নাইব।
অন্যম্যাচে, ওমানকে উড়িয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৩.‌২ ওভারে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় ওমান। শোয়েব খান (‌১১)‌ একমাত্র দু’‌অঙ্কের রান করেন। ১১ রানে ৪ উইকেট নেন আদিল রশিদ। ৩টি করে উইকেট নেন জোফ্রা আর্চার ও মার্ক উড। সুপার এইটের জন্য ইংল্যান্ডের নেট রানরেট বাড়ানোর দরকার ছিল। সেই লক্ষ্যে সফল বাটলাররা। ৩.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যআন্ড। ৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বাটলার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!