- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২১, ২০২৪
প্যাট কামিন্সের হ্যাটট্রিক, বাংলাদেশকে ডাকওয়ার্থ–লুইস নিয়েমে ২৮ রানে হারাল অস্ট্রেলিয়া

গ্রুপ লিগে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছিল অস্ট্রেলিয়া। সুপার এইটেও ধারাবাহিকতা বজায় রাখল। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ–লুইস নিয়মে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্টিক করেন প্যাট কামিন্স। চলতি বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক।
অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। সুপার এইটে উঠেও ব্যাটিং ব্যর্থতার রেশ কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে তানজিদ হাসানের (০) স্টাম্প ছিটকে দেন মিচেল স্টার্ক। এরপর সতর্কভাবে দলকে টেনে নিয়ে যান লিটন দাস (২৫ বলে ১৬) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে ওঠে ৫৮। গ্রুপ লিগে ভাল খেলা রিশাদ হোসেন (২) রান পাননি। নাজমুল হাসান (৩৬ বলে ৪১) ও তৌহিদ হৃদয়ের (২৮ বলে ৪০) সৌজন্যে ১৪০/৮ রানে পৌঁছয় বাংলাদেশ। ২৯ রানে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ২৪ রানে ২ উইকেট অ্যাডাম জাম্পার।
এদিন বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে ধস নামান কামিন্স। ১৮তম ওভারের শেষ দু’বলে ফেরান মাহমুদুল্লাহ (২) ও মাহেদি হাসানকে (০)। ২০তম ওভারের প্রথম বলে তৌহিদ হৃদয়কে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে প্যাট কামিন্সের প্রথম হ্যাটট্রিক। আর চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক। টি–টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ান বোলারদের চারটি হ্যাটট্রিকের মধ্যে তিনটিই বাংলাদেশের বিরুদ্ধে।
জয়ের জন্য ব্যাট করতে নেমে ভাল শুরু করে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে–র ৬ ওভারে ওঠে ৫৯/০। ৬.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার পরপরই রিশাদ হোসেনের বলে বোল্ড হন ট্রাভিস হেড (২১ বলে ৩১)। নবম ওভারের পঞ্চম বলে মিচেল মার্শকেও (১) ফেরান রিশাদ। ১১.২ ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামে। সেই সময় অস্ট্রেলিয়ার রান ছিল ১০০/২। বৃষ্টি না থামায় আর খেলা শুরু হয়নি। ডাকওয়ার–লুইস নিয়মে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৭২। ২৮ রানে মাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
❤ Support Us