- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৫, ২০২৪
টি২০ বিশ্বকাপে প্রথম পর্বে একই গ্রুপে ভারত–পাকিস্তান
২০২৪ টি২০ বিশ্বকাপে গ্রুপ লিগেই দেখা হবে ভারত ও পাকিস্তানের। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। গ্রুপের বাকি তিন দল আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ‘সুপার এইটে’ একই গ্রুপে পড়বে না ভারত–পাকিস্তান। আইসিসি–র পক্ষ থেকে যদিও এখনও সরকারিভাবে গ্রুপ বিন্যাস প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’–এর এক প্রতিবেদনে টি২০ বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ বিন্যাস প্রকাশিত হয়েছে।
এবছর টি২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। আইসিসি–র র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গ্রুপ বিন্যাস করা হয়েছে। তবে র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা চারটি দলকে চার গ্রুপে না রেখে দুটি গ্রুপে রাখা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ২৩ নম্বরে রয়েছে কানাডা। ১৯ নম্বরে থাকা পাপুয়া নিউগিনি ও ২২ নম্বরে থাকা উগান্ডা রয়েছে ‘সি’ গ্রুপে। এই দুটি দল ছাড়াও এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, হল্যান্ড ও নেপাল। আগের টি২০ বিশ্বকাপে প্রথম আটের মধ্যে শেষ করা হল্যান্ড চতুর্থ দল হিসেবে এই গ্রুপে জায়গা পেয়েছে। আর নেপাল বাছাইপর্ব খেলে উঠে এসেছে। গ্রুপ ‘বি’– রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। এই গ্রুপের ম্যাচগুলি হবে ওয়েস্ট ইন্ডিজে। ‘এ’ গ্রুপের সব ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইজেনহাওয়ার পার্কে। ‘সি’ গ্রুপে ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ ‘ডি’–এর ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দীপপুঞ্জে।
প্রতিটা গ্রুপ থেকে দুটি করে দল ‘সুপার আটে’ উঠবে। সুপার এইটে ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।
‘সুপার আটে’ ১ নম্বর গ্রুপের সম্ভাব্য দল হিসেবে রাখা হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। এই গ্রুপের সব ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজে হবে ২ নম্বর গ্রুপের ম্যাচ। এই গ্রুপের সম্ভাব্য দল পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ‘সুপার আটে’ উঠলে কোন দল কোন গ্রুপে পড়বে, তা জানে। ফলে প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স হলেও ‘সুপার আট’ গ্রুপে কোনও তারতম্য হবে না। চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল একই গ্রুপে পড়তে পারে।
প্রথম পর্বের গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, হল্যান্ড, নেপাল।
❤ Support Us