- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৬, ২০২৪
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, পাক ম্যাচের আগে চিন্তা বাড়াল রোহিতের চোট

দারুণভাবে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ৮ উইকেটে। মূলত বোলারদের দাপটেই জয় এল ভারতের। যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংদের দুরন্ত বোলিংয়ের সামনে দিশা খুঁজে পাননি আয়ারল্যান্ড ব্যাটাররা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেলেও পাকিস্তান ম্যাচের আগে চিন্তা বাড়াল অধিনায়ক রোহিত শর্মার চোট।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইকেট যথেষ্ট চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা ম্যাচেই বোঝা গিয়েছিল। সেকথা মাথায় রেখেই টস জিতে প্রথমে ব্যাটিং করার ঝুঁকি নেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জিং উইকেটের সামনে ঠেলে দেন। অর্শদীপ সিংয়ের হাত ধরেই এদিন প্রথম সাফল্য আসে ভারতের। তৃতীয় ওভারে পল স্টার্লিং (৬ বলে ২) ও অ্যান্ডি বলবিরনিয়েকে (১০ বলে ২) তুলে নেন অর্শদীপ। পাওয়ার প্লে–র ৬ ওভারে আয়ারল্যান্ড তোলে ২৬/২।
এরপর আয়ারল্যান্ডের মিডল অর্ডারে ভাঙন ধরান বুমরা, হার্দিকরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। লরকান টাকার (১৩ বলে ১০), হ্যারি টেক্টর (১৬ বলে ৪), কার্টিস ক্যাম্ফার (৮ বলে ১২), মার্ক অ্যাডেরারা (২ বলে ৩) রান পাননি। জোসুয়া লিটল (১৩ বলে ১৪) ও গ্যারেথ ডেলানির (১৪ বলে ২৬) সৌজন্যে ৯৬ রানে পৌঁছয় আয়ারল্যান্ড। ১৬ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস। ২৭ রানে ৩ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া, ৬ রানে ২ উইকেট বুমরার। অর্শদীপ ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেছেন ৩৫ রান।
জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না ভারতের কাছে। তবে চ্যালেঞ্জিং উইকেটে স্বভাবসিদ্ধ ব্যাটিং হয়নি। ২০২২ সালে ১০ নভেম্বর টি২০ ক্রিকেটে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। দেড় বছরের বেশি সময় পর এদিন আবার দেশের জার্সিতে। আইপিএলে দুরন্ত ছন্দে থাকা কোহলি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যর্থ। ৫ বলে মাত্র ১ রান করে আউট হন।
কোহলির ব্যর্থতা অবশ্য ঢেকে দিলেন রোহিত ও ঋষভ। একবার জীবন পেয়ে ৩৭ বলে ৫২ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন রোহিত। দশম ওভারে মার্ক অ্যাডেয়ারের শেষ বলে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন। আগেও একবার হাতে চোট পেয়েছিলেন। ২ রান করে আউট হন সূর্যকুমার যাদব। ভারতকে জয়ে এনে দেন ঋষভ (২৬ বলে অপরাজিত ৩৬)। ১২.২ ওভারে ৯৭/২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
❤ Support Us