Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৬, ২০২৪

‌২০২২ টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে হারের প্রতিশোধের সুযোগ, আত্মবিশ্বাসী ভারতীয় শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌২০২২ টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে হারের প্রতিশোধের সুযোগ, আত্মবিশ্বাসী ভারতীয় শিবির

২০২২ টি২০ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরেই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে আবার মুখোমুখি দুই দেশ। ২ বছর পর গায়ানায় ভারতের সামনে প্রতিশোধের সুযোগ। প্রতিশোধের ম্যাচে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার গায়ানায় ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা একটাই, বৃষ্টি হলে কী হবে। কারণ, এই ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই।
এবারের বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই যথেষ্ট নড়বড়ে ইংল্যান্ড। জস বাটলারদের চেনা ছন্দে দেখা যায়নি। সুপার এইটে অবশ্য কিছুটা ছন্দ ফিরে পেয়েছে। তবে দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট ছাড়া বাকি ব্যাটারদের কাছ থেকে এখনও বড় রান আসেনি। অ্যাডিলেডে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। জস বাটলার ৮০ ও অন্য ওপেনার অ্যালেক্স হেলস ৮৬ রানে অপরাজিত ছিলেন। এবারও দুই ওপেনার বাটলার ও সল্টের দিকে তাকিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ড অধিনায়ক বাটলার এবারের টুর্নামেন্টেও ভাল ফর্মে রয়েছেন। ৬ ইনিংসে ১৯১ রান করেছেন। গড় ৪৭.৭৫। বাটলার ছাড়াও তাঁর উদ্বোধনী সঙ্গী ফিল সল্টও চিত্তাকর্ষক ব্যাটিং করছেন। ৬ ইনিংসে ১৮৩ রান করেছেন। গন ৪৫.‌৭৫। ফর্মে থাকা এই দুই ব্যাটার যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদবদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন। তবে ২০২২ বিশ্বকাপের তুলনায় ভারতীয় দলে অনেক বিকল্প রয়েছে, বোলিং আক্রমণেও বৈচিত্র‌্য এসেছে। ব্যাটিং ইউনিটে আরও ফায়ারপাওয়ার রয়েছে। সর্বোপরি ফর্মে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। সূরযকুমার, হার্দিক, শিবমরা রানের মধ্যে রয়েছেন। আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।
২০০৭ সালে টি২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর থেকে এই ফরম্যাটে সাপল্য নেই। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয় শেষ আইসিসি ট্রফি। দীর্ঘ ১৩ বছরের খরা কাটাতে মরিয়া ভারত। প্রতিযোগিতার শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন রোহিতরা। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত। সুপার এইট পর্বে বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ১ এর শীর্ষে উঠেছিল।
অন্যদিকে, বিশ্বকাপের শুরু থেকেই নড়বড়ে ইংল্যান্ড। গ্রুপ লিগের প্রথম ম্যাচ ভেস্তে যায় এবং তারপর তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।ওমান এবং নামিবিয়াকে হারিয়ে স্কটল্যান্ডের ওপরে নেট রান রেটে গ্রুপ বি দ্বিতীয় স্থানে শেষ করে সুপার এইটে ওঠে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কঠিন জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করেছিল ইংল্যান্ড। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, যা তাদের আবার চাপে ফেলে দেয়। শেষ ম্যাচে আমেরিকাকে ১০ উইকেটে উড়িয়ে গ্রুপ ২–এ দ্বিতীয় স্থানে শেষ করে। ফাইনালে অন্য লড়াই হবে, সেকথা বলার অপেক্ষা রাখে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!