- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১০, ২০২৪
বুমরার সামনে উড়ে গেলেন বাবররা, পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের পথে ভারত

জয়ের লক্ষ্য খুব একটা বেশি ছিল না। ২০ ওভারে তুলতে হত ১২০। বিপক্ষে অন্য কোনও দল হলে পাকিস্তানের জেতার সম্ভাবনা অনেকটাই থাকত। কিন্তু প্রতিপক্ষ যে ভারত। ভারতের বিরুদ্ধে ম্যাচ সবসময়ই স্নায়ুচাপের। সেটাই ধরে রাখতে পারলেন না পাকিস্তান ব্যাটাররা। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে সুপার এইটের পথে ভারত। অন্যদিকে, ভারতের কাছে হেরে সুপার এইটের রাস্তা কঠিন করে ফেলল পাকিস্তান।
বৃষ্টির জন্য নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান মেগা ম্যাচ ৫০ মিনিট দেরিতে শুরু হয়। স্যাঁতস্যাঁতে পরিবেশে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় ওভারেই বিরাট কোহলিকে (৩ বলে ৪) তুলে নিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন নাসিম শাহ। এরপর তৃতীয় ওভারে রোহিতকে (১২ বলে ১৩) তুলে নিয়ে ভারতকে আরও চাপে ফেলে দেন শাহিন আফ্রিদি। ভারতের ধান তখন ১৯/২।
এরপর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ। ৭.৪ ওভারে অক্ষর প্যাটেল (১৮ বলে ২০) এবং শিবম দুবেকে (৯ বলে ৩) তুলে নিয়ে ভারতের মেরুদণ্ড ভেঙে দেন নাসিম শাহ। ৮ বলে ৭ রান করে হ্যারিস রউফের বলে আউট হন সূর্যকুমার যাদব। ১৫তম ওভারে প্রথম দু’বলে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজাকে (০) তুলে নেন মহম্মদ আমির। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ঋষভ পন্থ (৩১ বলে ৪২)। ১৯ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় ভারত। ১২ বলে ৭ রান করে আউট হন হার্দিক। অর্শদীপ সিং ১৩ বলে করেন ৯ রান করেন। নাসিম শাহ ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন। হ্যারিস রউফ ৩ ওভারে ২১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। আমির ৪ ওভারে ২৩ রানে নেন ২ উইকেট।
জয়ের জন্য ১২০ রান খুব একটা কঠিন ছিল না। পাকিস্তানের কাছে। সতর্কভাবে শুরু করেছিলেন দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ওপেনিং জুটিতে ওঠে ২৬। বাবরকে (১০ বলে ১৩) তুলে নিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন বুমরা। তিন নম্বরে নামা উসমান খানকে (১৫ বলে ১৩) ফেরান অক্ষর প্যাটেল। ফখর জামান (৮ বলে ১৫) ক্রিজে নেমে পাল্টা আক্রমণ শানানোর চেষ্টা করেছিলেন। তাঁকে থামান হার্দিক পান্ডিয়া। রিজওয়ান (৪৪ বলে ৩১) সতর্কভাবে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁকে তুলে নেন বুমরা। এরপর শাদাব খানকে (৪) তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন হার্দিক।
ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন বুমরা। ফেরান ইফতিখারকে (৫)। ১৯ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১০২/৬। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৬। প্রথম বলেই ইমাদ ওয়াসিমকে (২৩ বলে ১৫) ফেরান অর্শদীপ। পাকিস্তানের জয়ের আশা তখনই শেষ হয়ে যায়। পরের ২ বলে আসে ২ রান। চতুর্থ ও পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়েও দলকে জয় এনে দিতে পারেননি নাসিম শাহ (৪ বলে অপরাজিত ১০)। ১১৩ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন বুমরা। ২৪ রানে ২ উইকেট নেন হার্দিক।
❤ Support Us