Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৮, ২০২৪

রেকর্ড গড়ে জয়, আফগানদের উড়িয়ে সুপার এইটের প্রস্তুতি সেরে রাখল ওয়েস্ট ইন্ডিজ

আরম্ভ ওয়েব ডেস্ক
রেকর্ড গড়ে জয়, আফগানদের উড়িয়ে সুপার এইটের প্রস্তুতি সেরে রাখল ওয়েস্ট ইন্ডিজ

দুটি দল আগেই সুপার এইটের ছাড়পত্র পেয়ে গিয়েছিল। নিয়মরক্ষার শেষ ম্যাচে মুখেমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ক্যারিয়াবিয়ানরা বুঝিয়ে দিল, এবারের বিশ্বকাপে কেন তারা চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার। আফগানিস্তানকে ১০৪ রানে হারিয়ে টি২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের জয়ে রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে সুপার এইটের প্রস্তুতিও দারুণভাবে সেরে রাখল।
সেন্ট লুসিয়ায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তান। নিকোলাস পুরানের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান তোলে ক্যারিবিয়ানরা। এবারের বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজেরও সর্বোচ্চ রান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন নিকোলাস পুরান। ৫৩ বলে ৯৮ রান করে তিনি আউট হন। মারেন ৮টি ছক্কা। পুরানের এই ইনিংস এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ।
নিকোলাস পুরান ছাড়াও রান পেয়েছেন জনসন চার্লস। দ্বিতীয় ওভারে ব্রেন্ডন কিং (‌৭)‌ ফিরে যাওয়ার পর চার্লস ও পুরান ওয়েস্ট ইন্ডিজকে টেনে নিয়ে যান। ২৭ বলে ৪৩ রান করে আউট হন চার্লস। সাই হোপ ১৭ বলে করেন ২৫। ১৫ বলে ২৬ রান করেন অধিনায়ক রভম্যান পাওয়েল। আফগানিস্তানের গুলবাদিন নায়েব ১৪ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আসলে আকিল হোসেনের প্রথম ওভারেই রহমানুল্লাহ গুরবাজ কোনও রান না করে ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় আফগানরা। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি। অষ্টম ওভারে ইব্রাহিম জাদরান (‌৩৮)‌ আউট হওয়ার পর ধস নামে আফগানিস্তানের ইনিংসে। আজমাতুল্লাহ ওমরজাই ১৯ বলে করেন ২৩, রশিদ খান ১১ বলে ১৮। দুরন্ত বোলিং করে ১৪ রানে ৩ উইকেট নেন ওবেদ ম্যাকয়। ২টি করে উইকেট নেন আকিল হোসেন ও গুডাকেশ মোতি। ১৬.‌২ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!