Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২৪

লড়াই করে জয় দক্ষিণ আফ্রিকার, মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল ক্যারিবিয়ানরা

আরম্ভ ওয়েব ডেস্ক
লড়াই করে জয় দক্ষিণ আফ্রিকার, মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল ক্যারিবিয়ানরা

আইসিসি-র টুর্নামেন্টে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না দক্ষিণ আফ্রিকা। গায়ে সেঁটে গেছে চোকার্স তকমা। এবার কি সেই তকমা ঘোচাতে পারবে প্রোটিয়ারা? গ্রুপ লিগে চারটি ম্যাচেই জয়। সুপার এইটেও জয়ের ধারা অব্যাহত। তবে সবকটা ম্যাচেই লড়াই করে জিততে হয়েছে। শুক্রবার রাতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে ২২ গজ রানে ভরা। সেকথা মাথায় রেখে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভালো শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রেজা হেনড্রিক্স ও কুইন্টন ডিকক। ওপেনিং জুটিতে ৯.৪ ওভারে ওঠে ৮৬। হেনড্রিক্স সতর্কভাবে খেললেও অন্য প্রান্তে ঝড় তোলেন ডিকক। ৮৬ রানের মাথায় আউট হন হেনড্রিক্স (২৫ বলে ১৯) । দ্বাদশ ওভারে ফিরে যান কুইন্টন ডিকক। ৩৮ বলে তিনি করেন ৬৫।

ডিকক আউট হওয়ার পর রান তোলার গতি কমে যায় দক্ষিণ আফ্রিকার। তিন নম্বরে নামা হেনরিখ ক্লাসেন ১৩ বলে মাত্র ৮ রান করে আউট হন। অধিনায়ক এইডেন মার্করামও (১) রান পাননি। ২৮ বলে ৪৩ রান করেন ডেভিড মিলার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে দক্ষিণ আফ্রিকা। ৪০ রানের ৩ উইকেট নেন জোফরা আর্চার।

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না ইংল্যান্ডের কাছে। কিন্তু বড় রানের জুটি গড়ে না ওঠায় সমস্যায় পড়ে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে মাত্র ১৫ রান ওঠে। ৮ বলে ১১ রান করে ফিল সল্ট আউট হন। ২০ বলে ১৭ রান করেন বাটলার। জনি বেয়ারস্টোর সংগ্রহ ১৬। মইন আলী করেন ৯। ৬১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক (৩৭ বলে ৫৩) ও লিয়াম লিভিংস্টোন (১৭ বলে ৩৩) দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই জুটি ভাঙতেই আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই আনরিখ নর্খিয়ে তুলে নেন ব্রুককে। সাম কারেনের (৭ বলে ১০) পক্ষে দলকে জয় এনে দেওয়া সম্ভব হয়নি।২০ ওভারে ১৫৬/৬ রানে থেমে যায় ইংল্যান্ড।২ টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।

অন্য ম্যাচে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য জেতা ছাড়া রাস্তা ছিল না ক্যারিবিয়ানদের সামনা। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠলেন ক্যারিবিয়ানরা। দুরন্ত ব্যাটিং শাই হোপের। ৩৯ বলে ৮২ রান করে তিনি দলের জয় সুনিশ্চিত করেন।

শাই হোপ দুরন্ত ব্যাটিং করলেও ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন স্পিনার রস্টন চেজ। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ রান করেন আন্দ্রিয়েস গুস। ১৬ বলে তিনি করেন ২৯ রান। নীতিশ কুমার করেন ২০। দুরন্ত বোলিং করে ১৯ রানে ৩ উইকেট নেন রস্টন চেজ। ৩১ রানে ৩ উইকেট আন্দ্রে রাসেলের।

চোটের জন্য ব্রেন্ডন কিং ছিটকে যাওয়ায় এই ম্যাচে ওপেন করতে নামেন শাই হোপ। সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন তিনি। জনসন চার্লস ১৪ বলে ১৫ রান করে আউট হওয়ার পর ঝড় তোলেন হোপ। চারটি চার ও আটটি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ১২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ। ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!